TRENDING:

কোন ক্যাপ্টেনরা দুয়ো দিলেন দীনেশ কার্তিককে, এক ক্লিকেই জেনে নিন অধিনায়কদের মেধা তালিকা

Last Updated:
advertisement
1/8
কোন ক্যাপ্টেনরা দুয়ো দিলেন দীনেশ কার্তিককে, এক ক্লিকেই জেনে নিন অধিনায়কদের মেধা তালিকা
এবারের আইপিএলে সব অধিনায়করাই বেশ ভালোই পারফরম্যান্স করেছেন ৷ শুধু নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রেই নয় ব্যাট হাতেও তাঁরা এতটাই দাপট দেখিয়েছেন যে সেরা পারফরমারদের লড়াইয়ে হাড্ডাহাড্ডি লড়াই ভালোই চলছে ৷ তাঁর দলের মতোই বাকি সব অধিনায়কদের ডজ দিয়ে সেরা রান সংগ্রাহকদের তালিকার দু‘নম্বরে রয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন ৷ সেরা অধিনায়কদের দৌড়ে তিনি এক নম্বরে ৷ ১২ ম্যাচে তাঁর মোট রান ৫৪৪ ৷ File Photo
advertisement
2/8
অধিনায়কদের তালিকার সেকেন্ড বয় বিরাট কোহলি ৷ তাঁর দল লিগ টেবলের তলানির দিকে থাকলেও তাঁর রান মেশিন থেমে নেই৷ ১১ ম্যাচে আরসিবি অধিনায়ক বিরাটের রান ৪৬৬ ৷ সেরা রান সংগ্রাহকদের তালিকার ৭ নম্বরে তিনি ৷ File Photo
advertisement
3/8
বুড়ো ধোনি এখনও অবধি থার্ড বয় ৷ ১২ ম্যাচে তাঁর ঝোলায় ৪১৩ রান ৷ সেরা রান সংগ্রাহকদের তালিকার ৯ নম্বরে রয়েছেন তিনি ৷ File Photo
advertisement
4/8
চার নম্বরে রয়েছেন দিল্লি ডেয়ারডেভিলসের তরুণ শ্রেয়স আইয়ার ৷ যদিও মরশুমের শুরু থেকে অধিনায়কত্বের ব্যাটন তাঁর হাতে ছিল না , তবুও যেহেতু বর্তমানে তিনিই অধিনায়ক তাই তাঁর পরিসংখ্যানেই চোখ রাখা হল ৷ ১২ ম্যাচে তাঁর রান ৩৮৬ ৷ সেরা রান সংগ্রাহকদের মধ্যে তাঁর স্থান সেরা দশের একেবারে ১০ এ ৷ File Photo
advertisement
5/8
কেকেআর অধিনায়কের নাম অবশেষে এসেছে পঞ্চম পজিশনে ৷ তিনি বড় তালিকার ১২ নম্বরে তিনি ৷ ১২ ম্যাচে তাঁর ঝোলায় রান ৩৭১ ৷ File Photo
advertisement
6/8
দীনেশ কার্তিকের পরের জায়গা পেয়েছেন যে অধিনায়ক তিনি রাজস্থান রয়্যালসের অজিঙ্ক রাহানে ৷ তিনি ১২ ম্যাচে ২৮০ রান করেছেন ৷ File Photo
advertisement
7/8
দল যেমন লাট খাচ্ছে, তেমনিই লাট খাচ্ছে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের রানের ঘুঁড়ি ৷ সেরা রান সংগ্রাহকদের তালিকার ২২ নম্বরে তিনি ৷ রান ১২ ম্যাচে ২৬৭ ৷ File Photo
advertisement
8/8
রোহিতের পরে রানে আর মাত্র একজনই অধিনায়ক রয়েছেন তিনি রবিচন্দ্রন অশ্বিন ৷ যিনি আসলে স্পেশালিস্ট বোলার ৷ তাঁর রান ১২ ম্যাচে ১০২ ৷ তবে যেভাবে তিনি অধিনায়কত্ব করছেন তাতে বেশ চমকেছে ক্রিকেট মহল ৷ File Photo
বাংলা খবর/ছবি/খেলা/
কোন ক্যাপ্টেনরা দুয়ো দিলেন দীনেশ কার্তিককে, এক ক্লিকেই জেনে নিন অধিনায়কদের মেধা তালিকা
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল