TRENDING:

IPL 10 Team Full Squad: বদলে গেল সব! কোন দল হল বেশি শক্তিশালী? আইপিএল নিলামের পর দেখে নিন ১০ দলের পুরো স্কোয়াড

Last Updated:
IPL 10 Team Full Squad After IPL 2024 Auction: দুবাইয়ে আইপিএস ২০২৪ নিলামে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি নতুন করে তাদের দল গুছিয়ে নিয়েছে। নিলামের পর কেমন হল আইপিএলের ১০টি দলের স্কোয়াড, কোন দল বেশি শক্তিশালী হল দেখে নিন।
advertisement
1/11
বদলে গেল সব!কোন দল হল বেশি শক্তিশালী?আইপিএল নিলামের পর দেখে নিন ১০ দলের স্কোয়াড
দুবাইয়ে আইপিএল ২০২৪ নিলামে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি নতুন করে তাদের দল গুছিয়ে নিয়েছে। নিলামের পর কেমন হল আইপিএলের ১০টি দলের স্কোয়াড, কোন দল বেশি শক্তিশালী হল দেখে নিন।
advertisement
2/11
চেন্নাই সুপার কিংস: এমএস ধোনি (অধিনায়ক), মঈন আলি, দীপক চাহার, ডেভন কনওয়ে, তুষার দেশপান্ডে, শিবম দুবে, রুতুরাজ গায়কওয়াড়, রাজবর্ধন হাঙ্গারগেকর, রবীন্দ্র জাদেজা, অজয় ​​মন্ডল, মুকেশ চৌধুরী, মাথিশা পাথিরানা, আজিঙ্কা রাহানে, শেইক রশিদ সিং, মিচেল সিং, নিশান্ত সিন্ধু, প্রশান্ত সোলাঙ্কি, মহেশ থেকশানা, রাচিন রবীন্দ্র, শার্দুল ঠাকুর, ড্যারিল মিচেল, সমীর রিজভি, মুস্তাফিজুর রহমান, অবনীশ রাও আরেভেলি।
advertisement
3/11
মুম্বই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা, ডিওয়াল্ড ব্রেভিস, সূর্যকুমার যাদব, ইশান কিষাণ, তিলক ভার্মা, টিম ডেভিড, বিষ্ণু বিনোদ, অর্জুন তেন্ডুলকার, শামস মুলানি, নেহাল ওয়াধেরা, জাসপ্রিত বুমরাহ, কুমার কার্তিকে, পীযূষ চাওলা, আকাশ মাধওয়াল, জেসন বেহরেনডর্ফ, রোমা শেফ, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), জেরাল্ড কোয়েটজি, দিলশান মাদুশঙ্কা, শ্রেয়াস গোপাল, নুয়ান থুশারা, নমন ধীর, আনশুল কাম্বোজ, মহম্মদ নবী, শিবালিক শর্মা।
advertisement
4/11
কলকাতা নাইট রাইডার্স: নীতীশ রানা, রিঙ্কু সিং, রহমানউল্লাহ গুরবাজ, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), জেসন রায়, সুনীল নারিন, সুয়শ শর্মা, অনুকুল রায়, আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, কেএস ভরত, চেতন সাকারিয়া, মিচেল স্টার্ক , অঙ্গকৃশ রঘুবংশী, রমনদীপ সিং, শেরফেন রাদারফোর্ড, মনীশ পান্ডে, মুজিব উর রহমান, গুস অ্যাটকিনসন, সাকিব হুসেন।
advertisement
5/11
গুজরাত টাইটান্স: ডেভিড মিলার, শুভমান গিল (অধিনায়ক), ম্যাথু ওয়েড, ঋদ্ধিমান সাহা, কেন উইলিয়ামসন, অভিনব মনোহর, বি সাই সুদর্শন, দর্শন নালকান্দে, বিজয় শঙ্কর, জয়ন্ত যাদব, রাহুল তেওয়াটিয়া, মহম্মদ শামি, নুর আহমেদ, সাই কিশোর, রশিদ খান, জোশুয়া লিটল, মোহিত শর্মা, আজমতুল্লাহ ওমরজাই, উমেশ যাদব, শাহরুখ খান, সুশান্ত মিশ্র, কার্তিক ত্যাগী, মানব সুথার, স্পেন্সার জনসন, রবিন মিঞ্জ।
advertisement
6/11
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, বিরাট কোহলি, রজত পতিদার, অনুজ রাওয়াত, দীনেশ কার্তিক, সুয়শ প্রভুদেসাই, উইল জ্যাকস, মহিপাল লোমরর, কর্ণ শর্মা, মনোজ ভন্ডগে, মায়াঙ্ক ডাগর, বিজয়কুমার ভিশক, আকাশ মোহাম্মদ, আকাশ দীপ, মহম্মদ সিরাজ, রিসি টপলে, হিমাংশু শর্মা, রাজন কুমার, ক্যামেরন গ্রিন, আলজারি জোসেফ, যশ দয়াল, টম কুরান, লকি ফার্গুসন, স্বপ্নিল সিং, সৌরভ চৌহান।
advertisement
7/11
সানরাইজার্স হায়দরাবাদ: আব্দুল সামাদ, অভিষেক শর্মা, এইডেন মার্করাম (অধিনায়ক), মার্কো জানসেন, রাহুল ত্রিপাঠি, ওয়াশিংটন সুন্দর, গ্লেন ফিলিপস, সানভীর সিং, হেনরিখ ক্লাসেন, ভুবনেশ্বর কুমার, মায়াঙ্ক আগরওয়াল, টি নটরাজন, আনমোলপ্রীত সিং, মায়াঙ্ক মার্কন্ডে, উপেন্দ্র সিং যাদব, উমরান মালিক, নীতীশ কুমার রেড্ডি, ফজলহক ফারুকী, শাহবাজ আহমেদ, ট্র্যাভিস হেড, ওয়ানিন্দু হাসরাঙ্গা, প্যাট কামিন্স, জয়দেব উনাদকাট, আকাশ সিং, ঝাথাভেধ সুব্রহ্মণ্যম।
advertisement
8/11
দিল্লি ক্যাপিটালস: ঋষভ পান্ত (অধিনায়ক), প্রবীন দুবে, ডেভিড ওয়ার্নার, ভিকি অস্টওয়াল, পৃথ্বী শ, অ্যানরিখ নর্টজে, অভিষেক পোরেল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, লুঙ্গি এনগিডি, ললিত যাদব, খলিল আহমেদ, মিচেল মার্শ, ইশান্ত শর্মা, যশ ধুল, মুকেশ কুমার , হ্যারি ব্রুক, ট্রিস্টান স্টাবস, রিকি ভুই, কুমার কুশাগ্রা, রাসিখ দার, ঝাই রিচার্ডসন, সুমিত কুমার, শাই হোপ, স্বস্তিক চিকারা।
advertisement
9/11
রাজস্থান রয়্যালস: সঞ্জু স্যামসন (অধিনায়ক), জস বাটলার, শিমরন হেটমায়ার, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, ডোনোভান ফেরেরা, কুনাল রাঠোর, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ সেন, নবদীপ সাইনি, প্রসিদ কৃষ্ণ, সন্দীপ শর্মা, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল, অ্যাডাম জাম্পা , আভেশ খান, রোভম্যান পাওয়েল, শুভম দুবে, টম কোহলার-ক্যাডমোর, আবিদ মুশতাক, নান্দ্রে বার্গার।
advertisement
10/11
লখনউ সুপার জায়ান্টস: কেএল রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি কক, নিকোলাস পুরান, আয়ুষ বাদোনি, কাইল মায়ার্স, মার্কাস স্টয়নিস, দীপক হুডা, দেবদত্ত পাড়িক্কল, রবি বিষ্ণোই, নবীন-উল-হক, ক্রুনাল পান্ডিয়া, যুধবীর সিং, প্রেমাক মানকদ, যশ ঠাকুর, অমিত মিশ্র, মার্ক উড, মায়াঙ্ক যাদব, মহসিন খান, কৃষ্ণাপ্পা গৌতম, শিবম মাভি, আরশিন কুলকার্নি, এম. সিদ্ধার্থ, অ্যাশটন টার্নার, ডেভিড উইলি, ম: আরশাদ খান।
advertisement
11/11
পঞ্জাব কিংস: শিখর ধাওয়ান (অধিনায়ক), ম্যাথু শর্ট, প্রভসিমরান সিং, জিতেশ শর্মা, সিকান্দার রাজা, ঋষি ধাওয়ান, লিয়াম লিভিংস্টোন, অথর্ব তাইদে, আর্শদীপ সিং, ন্যাথান এলিস, স্যাম কুরান, কাগিসো রাবাডা, হরপ্রীত ব্রার, রাহুল চাহার, হরপ্রীত ভাটিয়া, বিদওয়াত কাভেরাপ্পে , শিবম সিং, হার্ষল প্যাটেল, ক্রিস ওকস, আশুতোষ শর্মা, বিশ্বনাথ প্রতাপ সিং, শশাঙ্ক সিং, তনয় থ্যাগরাজান, প্রিন্স চৌধুরী, রিলি রসু।
বাংলা খবর/ছবি/খেলা/
IPL 10 Team Full Squad: বদলে গেল সব! কোন দল হল বেশি শক্তিশালী? আইপিএল নিলামের পর দেখে নিন ১০ দলের পুরো স্কোয়াড
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল