TRENDING:

International Women's Day: অলিম্পিক্সের মঞ্চে বারবার দেশকে সম্মান এনে দিয়েছেন ভারতের ‘এই’ মেয়েরা, কুর্নিশ

Last Updated:
International Women's Day: গত তিনটি অলিম্পিক্সে ভারতীয় মহিলা অ্যাথলিটদের পারফরম্যান্স দেশকে একের পর এক সম্মান এনে দিচ্ছে৷
advertisement
1/8
অলিম্পিক্সের মঞ্চে বারবার দেশকে সম্মান এনে দিয়েছেন ভারতের ‘এই’ মেয়েরা, কুর্নিশ
#কলকাতা: International Women's Day: গত তিনটি অলিম্পিক্সে ভারতীয় মহিলা অ্যাথলিটদের পারফরম্যান্স দেশকে একের পর এক সম্মান এনে দিচ্ছে৷ গত তিনটি অলিম্পিক্সে ভারতীয় মহিলা অ্যাথলিটরা দেশকে দুই বা তার বেশি পদক এনে দিয়েছেন৷ অলিম্পিক্সে প্রথম মেডেল জয়ী ভারতীয় মহিলা অ্যাথলিট কর্ণম মালেশ্বরী৷ মালেশ্বরীের পদকের পর ভারতীয় মহিলা অ্যাথলিটের পদক আসার জন্য ভারতকে দীর্ঘ অপেক্ষা করতে হয়৷ ২০১২ সালে এই প্রতীক্ষা সমাপ্ত হয়৷ এরপর থেকে নিয়মিত ভারতীয় মহিলা অ্যাথলটিদের পারফরম্যান্স দেশকে গর্বিত করে চলেছে৷ ভারত এখনও অবধি অলিম্পিক্স থেকে মোট ৩৫ টি পদক জিতেছে৷ তার মধ্যে ৮ জন মহিলা ক্রীড়াবিদ নিজেদের নামের পাশে এই সম্মান যুক্ত করেছেন৷
advertisement
2/8
অলিম্পিক্সে পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা অ্যাথলিট কর্ণম মালেশ্বরী ছিলেন৷ তিনি ২০০০ সালে সিডনি অলিম্পিক্সে ভারোত্তলনের ৬৯ কিলো বিভাগে ব্রোঞ্জ মেডেল পান৷
advertisement
3/8
কর্ণম মালেশ্বরীর পর ১২ বছরের প্রতীক্ষা ২০১২ সালে তারকা ব্যাডমিন্টন প্লেয়ার সাইনা নেহওয়াল ভারতকে পদক এনে দেন৷ তিনি মহিলাদের সিঙ্গলস ব্যাডমিন্টনে ব্রোঞ্জ পদক পান৷ (pc:saina nehwal instagram)
advertisement
4/8
২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে সাইনার ব্রোঞ্জ জয়ের পরেই এমসি মেরিকম বক্সিংয়ে ব্রোঞ্জ পদক জেতেন৷ (pc: mc mary kom instagram)
advertisement
5/8
ব্যাডমিন্টন স্টার পিভি সিন্ধু ২০১৬ সালে রিও অলিম্পিক্সে ভারতীয় মহিলা অ্যাথলিট হিসেবে ইতিহাস তৈরি করে ফেলেন৷ তিনি অলিম্পিক্সের মঞ্চ থেকে রুপোর পদক জেতেন৷ প্রথম ভারতীয় মহিলা অ্যাথলিট হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন তিনি৷ টোকিও অলিম্পিক্সেও তিনি ফের পদক পান৷ এবার ছিল ব্রোঞ্জ মেডেল৷ তিনি ২ টি অলিম্পিক্স মেডেল জয়ী প্রথম ভারতীয় মহিলা অ্যাথলিট৷ (pc: pv sidhu instagram)
advertisement
6/8
২০১৬ রিও অলিম্পিক্সে সাক্ষী মালিক কুস্তিতে ব্রোঞ্জ পদক জেতেন৷ তিনি মহিলাদের ফ্রিস্টাইল কুস্তির ৫৮ কিলো বিভাগে পদক পান৷
advertisement
7/8
২০২০ টোকিও অলিম্পিক্সে ভারোত্তলক মীরাবাই চানু ৪৯ কিলো বিভাগে রূপোর পদক জেতেন৷
advertisement
8/8
২০২০ টোকিও অলিম্পিক্সে লাভলীনা বোহিনগ্রহ বক্সিংয়ে ব্রোঞ্জ পদর পান৷ (pc:Lovlina Borgohain instagram)
বাংলা খবর/ছবি/খেলা/
International Women's Day: অলিম্পিক্সের মঞ্চে বারবার দেশকে সম্মান এনে দিয়েছেন ভারতের ‘এই’ মেয়েরা, কুর্নিশ
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল