TRENDING:

এবার পালা পাকিস্তানের! প্রথম ম্যাচেই ৫টি বড় রেকর্ড গড়ে 'রণডঙ্কা' বাজিয়ে দিল ভারত

Last Updated:
Indian Team Set Five Big Record After Defeat UAE: ২০২৫ এশিয়া কাপের গ্রুপ ‘এ’ ম্যাচে সংযুক্ত আরব আমিরাশাহিকে মাত্র ৫৭ রানে অলআউট করে ও ৪.৩ ওভারে রান তাড়া করে দুরন্ত জয় পেয়েছে ভারত। একইসঙ্গে ম্যাচে ৫টি রেকর্ড গড়েছে টিম ইন্ডিয়া।
advertisement
1/7
এবার পালা পাকিস্তানের! প্রথম ম্যাচেই ৫টি বড় রেকর্ড গড়ে 'রণডঙ্কা' বাজিয়ে দিল ভারত
২০২৫ এশিয়া কাপের গ্রুপ ‘এ’ ম্যাচে সংযুক্ত আরব আমিরাশাহিকে মাত্র ৫৭ রানে অলআউট করে ও ৪.৩ ওভারে রান তাড়া করে দুরন্ত জয় পেয়েছে ভারত। একইসঙ্গে ম্যাচে ৫টি রেকর্ড গড়েছে টিম ইন্ডিয়া।
advertisement
2/7
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সবথেকে বেশি বল বাকি থাকতে ম্যাচ জেতার নিরিখে ভারতীয় দল জায়গা করে নিল দ্বিতীয় স্থানে। ভারত জিতল ৯১ বল বাকি থাকতে, এর আগে ইংল্যান্ড ওমানকে হারিয়েছিল ১০১ বল বাকি থাকতে।
advertisement
3/7
ভারত ও সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচ দুই ইনিংস মিলিয়ে খেলা হয়েছে ১০৬টি বল। পূর্ণ সদস্যের দেশদের মধ্যে সবথেকে কম বলে টি-২০ ম্যাচ শেষ হওয়ার নিরিখে ভারত-ইউএই ম্যাচ জায়গা করে নিল চতুর্থ স্থানে।
advertisement
4/7
এটি টি-২০ আন্তর্জাতিকে ভারতের দ্রুততম রান তাড়া করার রেকর্ড। এর আগে কোনও দিনও মাত্র ৪.৩ ওভারে ম্যাচ জেতার নজির ছিল না টিম ইন্ডিয়ার। যা হল ইউএই-র বিরুদ্ধে।
advertisement
5/7
এশিয়া কাপের প্রথম ম্যাচে ইউএই-কে ৫৭ রানে অলআউট করে ভারত। টি-২০ ক্রিকেটে ভারত সবথেকে কম রানে কোনও প্রতিপক্ষকে আউট করল টিম ইন্ডিয়া।
advertisement
6/7
এই ম্যাচে বোলিং আক্রমণের নেতৃত্ব দেন দলে ফেরা কুলদীপ যাদব। ২.১ ওভারে মাত্র ৭ রান খরচ করে ৪ উইকেট নেন। কুলদীপের ৪/৭ বোলিং ফিগার এশিয়া কাপ পুরুষদের টি২০ ইতিহাসে দ্বিতীয় সেরা।
advertisement
7/7
আগামী ১৪ তারিখ এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে নামবে ভারতীয় দল। চিরপ্রতিদ্বন্দ্বি দেশের বিরুদ্ধে ইউএই-র বিরুদ্ধে একতরফা জয়ে টিম ইন্ডিয়া বুঝিয়ে দিল প্রস্তুত তারা।
বাংলা খবর/ছবি/খেলা/
এবার পালা পাকিস্তানের! প্রথম ম্যাচেই ৫টি বড় রেকর্ড গড়ে 'রণডঙ্কা' বাজিয়ে দিল ভারত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল