Team India: টেস্ট-ওডিআই-টি২০, ক্রিকেটের সব ফর্ম্যটেই 'রাজা' ভারত, এর আগে এই রেকর্ড ছিল একটি মাত্র দলের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Indian team becomes 2nd team in Cricket History achieve number 1 spot in Test ODI T20 ICC Rankings: ৩ ম্যাচের একদিনের সিরিজে মোহালিতে প্রথম ওডিআইতে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে ক্রিকেট ইতিহাসে নয়া নজির গড়েছে ভারতীয় ক্রিকেট দল।
advertisement
1/6

৩ ম্যাচের একদিনের সিরিজে মোহালিতে প্রথম ওডিআইতে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে ক্রিকেট ইতিহাসে নয়া নজির গড়েছে ভারতীয় ক্রিকেট দল।
advertisement
2/6
বিশ্বের দ্বিতীয় দল হিসেবে আইসিসি-র তিন ফর্ম্যাটেই বিশ্বের এক নম্বর দল হয়েছে টিম ইন্ডিয়া। বিসিসিআইয়ের তরফ থেকেও শুভেচ্ছা জানানো হয় দলকে।
advertisement
3/6
টেস্ট ও টি-২০-তে ভারত আগে থেকেই এক নম্বর স্থানে ছিল। শুধু একদিনের ক্রিকেটে এক নব্মর হওয়াটা বাকি ছিল। এবার ওডিআইতেও শীর্ষস্থান দখল করল।
advertisement
4/6
বর্তমানে আইসিস ওডিআই র্যাঙ্কিংয়ে ১১৬ পয়েন্ট নিয়ে এক নম্বরে টিম ইন্ডিয়া। টেস্টে ভারতের রেটিং পয়েন্ট ১১৮ ও টি-২০ ক্রিকেটে ভারতের রেটিং পয়েন্ট ২৬৪।
advertisement
5/6
এর আগে একমাত্র দল হিসেবে ক্রিকেটের ৩ ফর্ম্যাটে এক নম্বর হওয়ার যোগ্যতা অর্জন করেছিল ২০১২ সালে। দক্ষিণ আফ্রিকা প্রথম এই অনন্য নজির গড়েছিল।
advertisement
6/6
বিসিসিআই সচিব জয় শাহ শুভেচ্ছা জানিয়ে লেখেন,"টেস্ট, এক দিনের ক্রিকেট এবং টি-টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর দল হলাম আমরা। এই ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার জন্য গোটা দলকে অভিনন্দন। মাঠে কতটা পরিশ্রম করেছে ছেলেরা, তা এই র্যাঙ্কিং দেখলেই বোঝা যায়। বিশ্বকাপের আগে দারুণ কৃতিত্ব।"