TRENDING:

Bangladesh Cricket: বাংলাদেশি ক্রিকেটারদের এবার পাবেন না ব্যাট ও গ্লাভস, SS থেকে SG সকলেই বাতিল করল চুক্তি, এবার কী করবেন ক্রিকেটাররা

Last Updated:
Bangladesh Cricket: ভারতীয় SG ও SS কোম্পানি বাংলাদেশের ক্রিকেটারদের কনট্র্যাক্ট বাতিল, রাজনৈতিক টানাপোড়েন ও সাপ্লাই চেন বন্ধের কারণে. SG আর SS বাংলাদেশের লিটন দাস, মোমিনুল হক, Mushfiqur Rahim, সৌম্য সরকারের কোটি টাকার কনট্র্যাক্ট শেষ করছে,
advertisement
1/5
বাংলাদেশি ক্রিকেটারদের এবার পাবেন না ব্যাট ও গ্লাভস, SS থেকে SG-র চুক্তি বাতিল, কী হবে
কলকাতা: ভারত বনাম বাংলাদেশ ক্রিকেট বিতর্কের জেরে (India vs Bangladesh cricket controversy) ভারতের সঙ্গে টানাপোড়েনের কারণে এখন বাংলাদেশের টপ ক্রিকেটাররা এবার বড় ক্ষতির মুখে৷  বাংলাদেশের অনেক বড় ক্রিকেটারের ভারতীয় স্পোর্টস কোম্পানির সঙ্গে কোটি টাকার ডিল এখন ঝুঁকিতে। রিপোর্ট অনুসারে লিটন দাস আর সৌম্য সরকারদের সঙ্গে SS আর SG তাদের কনট্র্যাক্ট শেষ করার সিদ্ধান্ত নিয়েছে।
advertisement
2/5
মুস্তাফিজুর রহমানের আইপিএল কনট্র্যাক্ট নিয়ে বিতর্কের পর Bangladesh Cricket Board নিজেদের পায়ে কুড়াল মেরেছে। এই বিতর্কের কারণে Bangladesh তাদের খেলোয়াড়দের টি২০ বিশ্বকাপের জন্য ভারত পাঠাতে অস্বীকার করেছে। বাংলাদেশের এই সিদ্ধান্তের পর দুই দেশের সম্পর্কে আরও টানাপোড়েন বেড়েছে। এর মধ্যেই ভারতীয় স্পোর্টস কোম্পানিগুলো একটা সিদ্ধান্ত নিয়েছে, যাতে বাংলাদেশের ক্রিকেটারদের কোটি টাকার ক্ষতি নিশ্চিত হয়ে গেছে। Times of India-র রিপোর্ট অনুযায়ী ভারতের বড় ক্রিকেট কিট কোম্পানি SG বাংলাদেশের ক্যাপ্টেন লিটন দাস আর মোমিনুল হক-সহ টপ খেলোয়াড়দের সঙ্গে কোটি টাকার কনট্র্যাক্ট শেষ করার প্রস্তুতি নিচ্ছে।
advertisement
3/5
রিপোর্ট অনুযায়ী, SG-র লিটন দাস আর মোমিনুল হকের সঙ্গে কনট্র্যাক্ট রিনিউ হওয়ার কথা ছিল, কিন্তু দুই দেশের মধ্যে এখনকার টানাপোড়েনের কারণে হয়তো সেটা আর হবে না। বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার কারণে SG গত ছয় মাস ধরে ওখানে তাদের ক্রিকেট কিটের ডিস্ট্রিবিউশন পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এতে বাংলাদেশের খেলোয়াড়দের শুধু ক্রিকেট কিটের সমস্যাই হবে না, এই কোম্পানিগুলো থেকে স্পনসরশিপের কোটি টাকার আয়ও বন্ধ হয়ে যাবে।
advertisement
4/5
SS গত বছর কনট্র্যাক্ট বাতিল করেছিলশুধু SG না, Sareen Sports Industries যেটা SS নামে পরিচিত, ওরা গত বছরই বাংলাদেশের প্লেয়ারদের সঙ্গে কনট্র্যাক্ট বাতিল করেছিল। SS এই সিদ্ধান্ত নিয়েছিল গত বছর বাংলাদেশের সরকার পরিবর্তনের পর। SS-র Mushfiqur Rahim আর সৌম্য সরকারের সঙ্গে কনট্র্যাক্ট ছিল। এতে শুধু খেলোয়াড়দের কনট্র্যাক্ট না, ট্রেড অ্যাক্টিভিটিও বন্ধ হয়ে গেছে।
advertisement
5/5
সাপ্লাই চেনও পুরোপুরি বন্ধভারতীয় স্পোর্টস কোম্পানিগুলো বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বড় কারণ সাপ্লাই চেন পুরোপুরি বন্ধ হয়ে যাওয়াও। আগে খেলাধুলার অনেক কিছু বাংলাদেশের ফ্যাক্টরিতে তৈরি হতো আর ভারতে SG-র মতো কোম্পানিগুলোতে সাপ্লাই হতো, কিন্তু যখন থেকে ওখানে সরকার পরিবর্তন হয়েছে তখন থেকে সাপ্লাই চেন খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ভারতীয় কোম্পানিগুলোরও অনেক ক্ষতি হয়েছে। এটাও কনট্র্যাক্ট শেষ করার বড় কারণ হিসেবে ধরা হচ্ছে।
বাংলা খবর/ছবি/খেলা/
Bangladesh Cricket: বাংলাদেশি ক্রিকেটারদের এবার পাবেন না ব্যাট ও গ্লাভস, SS থেকে SG সকলেই বাতিল করল চুক্তি, এবার কী করবেন ক্রিকেটাররা
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল