MMA Fighter Nikhil Suresh Died: বেপরোয়া লাথি, ঘুঁষি! মর্মান্তিক পরিণতি ভারতের প্রথম এমএমএ ফাইটার-এর
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
MMA Fighter Nikhil Suresh Died: এক ঘুঁষিতেই মৃত্যু! অ্যাম্বুলেন্স ছিল না! কিকবক্সার-এর মৃত্যুতে বড়সড় প্রশ্ন।
advertisement
1/5

ভারতের প্রথম এমএমএ ফাইটার তিনি। তবে তাঁর পরিণতি এমন মর্মান্তিক হবে তা হয়তো কেউ ভাবেনি।
advertisement
2/5
কেওয়ান অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত কিকবক্সিং চ্যাম্পিয়নশিপে ফাইট-এর সময় তিনি চোট পান। সেই চোট সুরেশের প্রাণ কেড়ে নিল।
advertisement
3/5
কর্ণাটকের কেওয়ান অ্যাসোসিয়েশন এই টুর্নামেন্ট আয়োজন করেছিল। ৯ ও ১০ জুলাই ছিল টুর্নামেন্ট। আর সেখানেই অকালে প্রাণ হারালেন ভারতের প্রথম এমএমএ ফাইটার।
advertisement
4/5
নিখিল সুরেশের কোচ অভিযোগ করেছেন, টুর্নামেন্ট যেখানে আয়োজন হয়েছিল সেখানে কোনও অ্যাম্বুলেন্স ছিল না। চিকিত্সার ঠিকঠাক বন্দোবস্তও করেনি আয়োজকরা। সুরেশের মৃত্যুতে আয়োজকদের কাঠগড়ায় দাঁড় করালেন তিনি।
advertisement
5/5
কিক বক্সিং-এর মতো খেলায় স্ট্যান্ডার্ড ফাইটিং প্ল্যাটফর্ম-এর দরকার পড়ে। এক্ষেত্রে সেটা ছিল না বলে অভিযোগ উঠেছে। তা ছাড়া পর্যাপ্ত মেডিকেল স্টাফ ছিল না বলেও অভিযোগ রয়েছে।