ভারতের বেলাতেই অব্যবস্থা! নীরজের থ্রো বাতিল, চিন ঠেকাতে পারল না সোনার ছেলেকে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Neeraj Chopra: এশিয়ান গেমসের জ্যাভেলিন থ্রো-তে সোনা ও রুপো ভারতের। এমন রেকর্ড আগে কখনও হয়নি।
advertisement
1/7

নীরজ চোপড়া নামবেন আর দেশে সোনার পদক আসবে না তা কি হয়! আরও একবার দেশের জন্য সোনা জিতলেন নীরজ। এবার এশিয়ান গেমসে।
advertisement
2/7
তবে এদিন নীরজের সঙ্গে যা হল, শুনলে আপনিও হয়তো মাথার ঠিক রাখতে পারবেন না! নীরজ প্রথম থ্রো-এর পর ব্যবস্থাপনার ত্রুটি ধরা পড়ল চিনাদের। তারা নীরজের প্রথম থ্রো বাতিল করে দিল।
advertisement
3/7
প্রায় ১২ মিনিট ধরে নীরজের সঙ্গে উদ্যোক্তাদের কথা হয়। নীরজকে প্রচণ্ড বিরক্ত দেখায়। কারণ তিনি সাধারণত নিজের সেরাটা দেন প্রথম থ্রোতেই। আর সেটাই কিনা উদ্যোক্তারা নিজেদের ত্রুটির জন্য বাতিল করে দিল।
advertisement
4/7
নীরজ কতদূর জ্যাভেলিন ছুড়েছিলেন, তা নাকি উদ্যেক্তারা নির্ধারণ করতে পারেননি। আর সেই জন্যই যত গণ্ডগোল। কিন্তু নীরজ এই সময় বারবার চেষ্টা করছিলেন যাতে তাঁর শরীর ঠাণ্ডা না হয়ে যায়!
advertisement
5/7
তিনি নীরজ চোপড়া. ভারতের সোনার ছেলে। এদিন তিনি আবার বুঝিয়ে দিলেন, কেন তিনি জ্যাভেলিনে বিশ্বসেরা! পরের থ্রো-তেই ছুড়লেন ৮৮.৮৮ মিটার।
advertisement
6/7
নীরজের পাশাপাশি আরও একজনের নাম এদিন বলতে হবে। কিশোরকুমার জেনা। তিনি ভারতকে রুপোর পদক জেতালেন। সোনা জিতলেন নীরজ।
advertisement
7/7
নীরজের পরই কিশোর ছোড়েন ৮৭.৫৪ মিটার। এই প্রথম জ্যাভেলিনে ভারতে সোনা ও রুপো এল। আগে কখনও এম ন রেকর্ড হয়নি।