TRENDING:

ধোনির বাড়িতে ‘লাঞ্চে’ হাজির এক বিশেষ অতিথি, ছবি পোস্ট করে খবর জানালেন সোশ্যাল মিডিয়ায়

Last Updated:
advertisement
1/5
ধোনির বাড়িতে ‘লাঞ্চে’ হাজির এক বিশেষ অতিথি, ছবি পোস্ট করে খবর জানালেন সোশ্যাল মিডিয়ায়
ভারতীয় ক্রিকেটে সচিনের মতোই তাঁর জনপ্রিয়তা ৷ তারকার তকমা পেরিয়ে লেজেন্ডের তকমা পেয়ে গেছেন মহেন্দ্র সিং ধোনি ৷ সারা ভারত কেন বিশ্বের নানা জায়গায় ক্রিকেটপ্রেমীই তাঁর ফ্যান ৷ তাঁর সঙ্গে একটু সময় কাটানোর স্বপ্ন হয়ত আপনিও দেখেন ৷ File Photo
advertisement
2/5
কিন্তু কথা যখন লেডেন্ডের হচ্ছে, তখন ফ্যানটাও তো আর ‘আম’ হলে চলবে না ৷ সেটাও সুপার ফ্যান হতে হবে ৷ আর তাই মাহির বাড়িতে গিয়ে লাঞ্চ খাওয়ার সৌভাগ্য হল ভারতের ব্র্যান্ডেড সুপার ফ্যান সুধীর গৌতমের ৷ Photo Courtesy – Sudhir Gautam/ Twitter Handle
advertisement
3/5
পৃথিবীর যে প্রান্তেই ম্যাচ হোক দেশের জাতীয় পতাকা হাতে সুধীর গৌতমকে দেখা যাবে না এ যেন হতেই পারে না ৷ Photo Courtesy – Sudhir Gautam/ Twitter Handle
advertisement
4/5
তাঁর এই পরিমাণ ক্রিকেটের প্রতি প্যাশন দেখেই সচিন তেন্ডুলকর একটা সময় তাঁকে নিয়মিত প্রতিটা ম্যাচের টিকিট দিতেন ৷ এবং যে ঘটনা সচিন ক্রিকেট ছেড়ে চলে যাওয়ার পরও একইভাবে রয়েছে ৷ কারণ ভারতীয় ড্রেসিংরুমের হেন ক্রিকেটার নেই যিনি সুধীরের বন্ধু নন ৷ Photo Courtesy – Sudhir Gautam/ Twitter Handle
advertisement
5/5
ঠিক এভাবেই একেবারে মহেন্দ্র সিং ধোনির বাড়িতে মধ্যাহ্নভোজে হাজির হয়েছিলেন সুধীর ৷ মাহি-ধোনির পাশে বসে খেতে খেতে সুধীরের নেওয়া সেলফি একেবারে সোশ্যাল মিডিয়ায় সুপারহিট ৷ Photo Courtesy – Sudhir Gautam/ Twitter Handle
বাংলা খবর/ছবি/খেলা/
ধোনির বাড়িতে ‘লাঞ্চে’ হাজির এক বিশেষ অতিথি, ছবি পোস্ট করে খবর জানালেন সোশ্যাল মিডিয়ায়
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল