Cricketers Who Marry 2 Times: অরুণ লাল একা নন, দু'বার বিয়ে করেছেন ভারতের এই ক্রিকেটাররাও
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Cricketers Who Marry 2 Times: কারও দ্বিতীয় বিয়েও টেকেনি। কেউ আবার সুখে ঘর করছেন।
advertisement
1/5

ছোটবেলার বান্ধবী নিকিতা বাজাজকে বিয়ে করেছিলেন ক্রিকেটর দীনেশ কার্তিক। পরে নিকিতা ভারতীয় ক্রিকেটার মুরলী বিজয়কে বিয়ে করেন। কার্তিকের সঙ্গে ২০১৫ সালে স্কোয়াশ খেলোয়াড় দীপিকা পাল্লিকেলের বিয়ে হয়।
advertisement
2/5
৬৬ বছর বয়সী অরুণ লাল বিয়ে করেছেন বুলবুল সাহাকে। তিনি অরুণ লালের থেকে বয়সে অনেকটাই ছোট। অরুণ লালের প্রথম পক্ষের স্ত্রীর নাম রীনা।
advertisement
3/5
১৯৯ সালে জ্যোত্স্নার সঙ্গে বিয়ে হয়েছিল ভারতীয় দলের প্রাক্তন পেসার জাভাগাল শ্রীনাথের। সেই বিয়ে টেকেনি। ২০০৮ সালে সাংবাদিক মাধবী পত্রাবলীর সঙ্গে বিয়ে হয় তাঁর।
advertisement
4/5
ক্রিকেটার যোগরাজ সিংয়ের প্রথম স্ত্রীর নাম শবনম। যোগরাজ ও শবনমের ছেলে যুবরাজ সিং। এর পর যোগরাজ বিয়ে করেন সতবীর কউরকে।
advertisement
5/5
১৯৮৭ সালে নৌরিনের সঙ্গে বিয়ে হয়েছিল মহম্মদ আজহারুদ্দিনের। ১৯৯৬ সালে ডিভোর্স হয়ে যায়। এর পর অভিনেত্রী সঙ্গীতা বাজলানিকে বিয়ে করেন তিনি। তবে সেই বিয়েও ভেঙে যায় ২০১০ সালে।