বিয়ে টেকেনি, ডিভোর্স হয়েছে ভারতের যে ক্রিকেটারদের! রয়েছে 'বড় বড়' নাম
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Indian cricketer who got divorced- মহম্মদ আজহারুদ্দিন ও সঙ্গীতা বিজলানির বিয়ে হয় ১৯৯৭ সালে। বিবাহবিচ্ছেদ ২০১০-এ। এর আগে নৌরিন নামের এক মহিলার সঙ্গে বিয়ে হয়েছিল আজহারের। ১৯৯৬ সালে সেই বিয়েও ভেঙে যায়।
advertisement
1/6

যতদূর জানা যাচ্ছে, ২০ ফেব্রুয়ারি বিবাহবিচ্ছেদের মামলার শুনানি ছিল ধনশ্রী ও যুজবেন্দ্র চাহালের। বিয়ের চার বছরের মধ্যে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে গেল! দেখে নেওয়া যাক, আর কোন কোন ভারতীয় ক্রিকেটারের বিয়ে টেকেনি!
advertisement
2/6
মহম্মদ আজহারুদ্দিন ও সঙ্গীতা বিজলানির বিয়ে হয় ১৯৯৭ সালে। বিবাহবিচ্ছেদ ২০১০-এ। এর আগে নৌরিন নামের এক মহিলার সঙ্গে বিয়ে হয়েছিল আজহারের। ১৯৯৬ সালে সেই বিয়েও ভেঙে যায়।
advertisement
3/6
২০১২ সালে বিবাহবিচ্ছেদ হয় দীনেশ কার্তিক ও নীকিতার। কার্তিকের বন্ধু মুরলী বিজয়ের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন নীকিতা। দীনেশ কার্তিক এর পর স্কোয়াশ খেলোয়াড় দীপিকা পাল্লিকেলকে বিয়ে করেন।
advertisement
4/6
বিয়ের ৮ বছর পর বিবাহ বিচ্ছেদ হয় শিখর ধাওয়ান ও আয়েশার। সম্প্রতি শিখরকে আরেক বিদেশি মহিলার সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে দেখা যায়। তা নিয়ে নতুন করে জল্পনা ছড়িয়েছে।
advertisement
5/6
বিয়ের আগেই বাবা হয়েছিলেন হার্দিক পান্ডিয়া। নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে সব কিছু ঠিকঠাকই চলছিল। তবে আচমকা শোনা যায়, তাঁদের বিবাহবিচ্ছেদ হচ্ছে। শেষমেশ হলও তাই।
advertisement
6/6
ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি ও তাঁর প্রথম স্ত্রী নোয়েলা লুইসের বিবাহবিচ্ছেদ হয়। পরে কাম্বলি আবার আন্দ্রেয়া হিউইটকে বিয়ে করেন।