Indian Cricketer's Contract: ‘এবার তাহলে আসুন’ চুক্তি রিনিউ না করে ‘এই’ তারকা ক্রিকেটারদের টা টা বাই বাই
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Indian Cricketer's Contract: রোহিত শর্মা, বিরাট কোহলি এবং জসপ্রীত বুমরাহের সাথে A+ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন রবীন্দ্র জাদেজা। হার্দিক পান্ডিয়া সি ক্যাটাগরি থেকে এরলাফে এ-তে জায়গা করে নিয়েছেন।
advertisement
1/5

মুম্বই: রবিবার, ২৬ মার্চ, বিসিসিআই খেলোয়াড়দের বার্ষিক চুক্তির নতুন তালিকা প্রকাশ করেছে। অনেক সিনিয়র খেলোয়াড় এই তালিকায় জায়গা পাননি৷ আবার বেশ কিছু তরুণ তুর্কি তাঁদের ভাল পারফরম্যান্সের জন্য এই বার্ষিক চুক্তিতে অন্তর্ভুক্ত হয়েছেন। রোহিত শর্মা, বিরাট কোহলি এবং জসপ্রীত বুমরাহের সাথে A+ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন রবীন্দ্র জাদেজা। হার্দিক পান্ডিয়া সি ক্যাটাগরি থেকে এরলাফে এ-তে জায়গা করে নিয়েছেন। AP
advertisement
2/5
বিসিসিআই-এর সর্বশেষ প্রকাশিত বার্ষিক চুক্তির মধ্যে একাধিক সিনিয়রের নাম নিয়ে আলোচনা হয়। এর আগে সি ক্যাটাগরিতে জায়গা দেওয়া হয়েছিল। গত কয়েক বছর ধরে শুধুমাত্র টেস্ট দলের অংশ হওয়া ইশান্ত শর্মাকে এবার চুক্তির বাইরে রাখা হয়েছে। আরেক পেসার ভুবনেশ্বর কুমার, যিনি লাগাতার চোট আঘাতের কারণে টি-টোয়েন্টি স্কোয়াডে আগে জায়গা পেলেও এবারের বার্ষিক চুক্তি থেকে তিনিও বাদ পড়েছেন। AFP
advertisement
3/5
দীর্ঘদিন চোট কাটিয়ে টি-টোয়েন্টি দলে ফিরেছেন ভুবনেশ্বর কুমার। গত বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও জায়গা করে নেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নিউজিল্যান্ড সফরের দলেও তাঁর নাম ছিল। ২০২২-র নভেম্বরের এই সফরের পর থেকে ভুবনেশ্বর কুমার কোনও ম্যাচ খেলেননি। তিনি ২০২২ সালের জানুয়ারিতে শেষ ওয়ানডে খেলেছিলেন। Bhuvneshwar Kumar/Instagram
advertisement
4/5
ইশান্ত শর্মার কথা বলতে গেলে, চোটের কারণে বোলারের কেরিয়ারও শেষের পথে। দীর্ঘদিন ধরে ফিটনেস সমস্যার সঙ্গে লড়াই করা এই বোলার সর্বশেষ ২০২১ সালের নভেম্বরে ঘরের মাঠে টেস্ট ম্যাচ খেলেছিলেন। তারপর থেকে এখন পর্যন্ত দলে জায়গা করে নিতে হিমশিম খাচ্ছেন তিনি। চুক্তির বাইরে থাকার পর, এখন তাঁর কেরিয়ার শেষ বলে মনে করছে৷ এর আগের বছর তাঁর নাম ছিল বি ক্যাটাগরিতে। AP
advertisement
5/5
ইশান্ত শর্মা ভারতের হয়ে ১০৫টি টেস্ট ম্যাচ খেলেছেন। এই সময়ে, তিনি ৩১১ উইকেট নিয়েছেন এবং তাঁর সেরা ৭৪ রানে ৭ উইকেট। ৮০টি ওডিআই খেলার পর ইশান্ত মোট ১১৫ টি উইকেট নিয়েছেন। একই সময়ে, ১৪ টি-টোয়েন্টিতে তার আছে মাত্র ৮ উইকেট। AP