বাঘের হামলায় ভারতীয় ক্রিকেটারের 'প্রিয়জনের' মর্মান্তিক মৃত্যু, শোকস্তব্ধ ক্রিকেট মহল
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Indian cricketer close relative killed in a tiger attack at Kerala: ভারতীয় ক্রিকেটে বড় দুঃসংবাদ। যা সামনে আসার পর আঁতকে উঠেছেন সকলেই। বাঘের হামলায় মৃত্যু হল ভারতীয় ক্রিকেটারের প্রিয়জনের।
advertisement
1/5

ভারতীয় ক্রিকেটে বড় দুঃসংবাদ। যা সামনে আসার পর আঁতকে উঠেছেন সকলেই। বাঘের হামলায় মৃত্যু হল ভারতীয় ক্রিকেটারের প্রিয়জনের। মর্মান্তিক মৃত্যুর খবরে শিউরে উঠেছে সকলে।
advertisement
2/5
ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্লেয়ার মিন্নু মানি কাকিমা রাধার। শুক্রবার কেরালার ওয়ানড়ের বাসিন্দা রাধা জঙ্গলে কফি সংগ্রহের কাজে গিয়েছিলেন। সেই সময় হঠাতই বাঘ হামলা করে। ঘটনাস্থলেই হয় মৃত্যু।
advertisement
3/5
মিন্নু মানি নিজের জানিয়েছে তাঁর কাকিমার বাঘের হামলায় মৃত্যুর কথা। রাধার মৃত্যুতে গোটা রাজ্য জুড়ে তীব্র প্রতিবাদ দানা বেঁধেছে। ছড়িয়ো পড়োছে উত্তেজনা। এমন পরিণতি কেউ মানতে পারছেন না।
advertisement
4/5
মিন্নু মানি জানিয়েছেন, “খবরটা শুনে চমকে গিয়েছিলাম। পঞ্চরকে যিনি বাঘের আক্রমণে মারা গিয়েছেন, তিনি আমার কাকিমা। আশা করি, বাঘটা দ্রুত ধরা পড়বে। যাতে ওই অঞ্চলের মানুষ নিরাপদে থাকতে পারেন।”
advertisement
5/5
প্রসঙ্গত, ভারতীয় মহিলা ক্রিকেট দলের হয়ে ৩টি একদিনের ম্যাচ ও ৪টি টি-২০ ম্যাচ খেলেছেন। প্রিয় কাকিমার এমন মৃত্যুতে শোকাহত তিনিও। ওয়ানড়ের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীও ঘটনায় শোকবার্তা জানিয়েছেন।