Asia Cup 2023: ফের ভারতের কাছে হারল পাকিস্তান, মুখ পুড়ল চিরপ্রতিদ্বন্দ্বি দেশের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Asia Cup 2023: বিসিসিআই সচিব জয় শাহ অনেক আগেই জানিয়ে দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দল এশিয়া কাপ ২০২৩ পাকিস্তানে হলে খেলতে যাবে না। দীর্ঘ জল্পনা-কল্পনা ও বাগযুদ্ধের পর শীলমোহর পড়ল বিসিসিআইয়ের সিদ্ধান্ত।
advertisement
1/7

বিসিসিআই সচিব জয় শাহ অনেক আগেই জানিয়ে দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দল এশিয়া কাপ ২০২৩ পাকিস্তানে হলে খেলতে যাবে না। যার ফলে এশিয়া কাপের ভেন্যু পরিবর্তন হবে কিনা তা নিয়ে জল্পনা লেগেই ছিল।
advertisement
2/7
ঘরের মাটিতে এশিয়ার কাপের মত প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট ধরে রাখার জন্য মরিয়া ছিল পিসিবিও। ভারত এশিয়া কাপ খেলতে না আসলে পাকিস্তানও ভারতে বিশ্বকাপ খেলতে না আসার হুঁশিয়ারিও দিয়েছিল পাকিস্তাম ক্রিকেট বোর্ডের প্রধান নাজম শেঠী।
advertisement
3/7
দুই পক্ষ অনড় ছিল নিজেদের অবস্থানে। তারপর থেকেই দুই দেশের প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারদের মধ্যে বাকযুদ্ধ লেগেই ছিল। কোন দেশে শেষমেশ এশিয়া কাপ হয় তা জানার অপেক্ষায় ছিল ক্রিকেট প্রেমিরা। অবশেষে ভারতের কাছে হার মানল পাকিস্তান।
advertisement
4/7
ভারতীয় দল যে পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবে না সেই সিদ্ধান্তেই শেষমেশ পড়ল শীলমোহর। যা ভারত ও পাকিস্তান দুই বোর্ডের মধ্যে যে ঠান্ডা লড়াই চলছিল তাতে বিসিসিআইয়ের নৈতিক জয় হিসেবেই দেখছে ক্রিকেট বিশেষজ্ঞরা।
advertisement
5/7
তবে কিছুটা আশা পূরণ হয়েছে পাকিস্তানেরও। কারণ এশিয়া কাপের আয়োজনের দায়িত্ব থাকছে পাকিস্তানের উপরই। তবে ভারতীয় দল নিজেদের ম্যাচগুলি খেলবে অন্য দেশে। ফলে পাকিস্তানে মাটিতে ভারত বনাম পাকিস্তান ম্যাচ আয়োজনের স্বপ্ন পূরণ হচ্ছে না পিসিবির।
advertisement
6/7
তবে ভারতের ম্যাচ কোন দেশে হবে তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে তালিকায় নাম রয়েছে আরব আমিরশাহী, ওমান, শ্রালঙ্কার। ইংল্যান্ডের নাম শোনা গেলেও এশিয়া কাপের ম্যাচ কিছু ম্যাচ সেখানে করানোটা সমস্যা। কোনও এশিয় দেশেই হওয়ার সম্ভাবনা বেশি। টাতে ট্রাভেলের সমস্যা কমবে।
advertisement
7/7
প্রসঙ্গত, এবারের বিশ্বকাপ হবে ৫০ ওভারে। চলতি বছরে একদিনের বিশ্বকাপ থাকায় এই সিদ্ধান্ত। যেমন গত বছর টি-২০ বিশ্বকাপ থাকায় টি-২০ ফর্ম্যাটে হয়ছিল এশিয়া কাপ। একটি গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান। অপর গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান ও যোগ্যতা অর্জনকারী দেশ।