T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপে জোড়া ম্যাচ জিতলেও ৫ বড় সমস্যা ভারতীয় দলে! দ্রুত সমাধান না করলেই বিপদ
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ICC T20 World Cup 2024: জোড়া ম্যাচ জিতলেও টিম ইন্ডিয়ার একাধিক অস্বস্তি ও চিন্তার কারণও রয়েছে। যেগুলি দ্রুত না শোধরালে প্রতিযোগিতার পরবর্তী স্তরে গিয়ে সমস্যা বাড়বে টিম ইন্ডিয়ার।
advertisement
1/6

আয়ারল্যান্ডের পর পাকিস্তান। টি-২০ বিশ্বকাপে প্রথম দুটি ম্যাচ জিতে দুরন্ত শুরু করেছে টিম ইন্ডিয়া। বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে মাত্র ১১৯ রান ডিফেন্ড করে জয় ভারতীয় দলের আত্মবিশ্বাস অনেকটা বেরে গিয়েছে। তবে জোড়া ম্যাচ জিতলেও টিম ইন্ডিয়ার একাধিক অস্বস্তি ও চিন্তার কারণও রয়েছে। যেগুলি দ্রুত না শোধরালে প্রতিযোগিতার পরবর্তী স্তরে গিয়ে সমস্যা বাড়বে টিম ইন্ডিয়ার।
advertisement
2/6
রোহিত-কোহলি ওপেনিং জুটির ব্যর্থতা: টি-২০ বিশ্বকাপে নতুন ওপেনিং জুটি তৈরি করেছে ভারতীয় দল। দলের সবথেকে অভিজ্ঞ দুই ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলি ইনিংসের শুরু করছেন। কিন্তু প্রথম দুই ম্যাচে সাফল্য পায়নি এই জুটি। ফলে পরবর্তী ম্যাচগুলিতে ভারতীয় দলের ওপেনিংয়ে কোনও বদল করা হয় কিনা সেটাই দেখার।
advertisement
3/6
বিরাট কোহলির ব্যাটে রান নেই: আইপিএলে যে ফর্মে ছিলেন বিরাট কোহলি টি-২০ বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে তার ধারেকাছেও পাওয়া যায়নি তাঁকে। আইপিএলে ওপনিংয়ে সফল হলেও জাতীয় দলের হয়ে কোহলি সবথেকে সফল তিন নম্বর পজিশনে। প্রথম ২ ম্যাচে ব্যর্থতার পর ইতিমধ্যেই বিরটকে তিনে নামানোর দাবিও উঠেছে ফ্যানেদের তরফে।
advertisement
4/6
শিবম দুবে ব্যর্থ: আইপিএলে সিএসকের হয়ে ব্যাটিংয়ে দারুণ ফর্মে ছিলেন শিবম দুবে। বিগ হিটিংয়ের পাশাপাশি অলরাউন্ড অপশন হওয়ার কারণে রিঙ্কু সিংকে পিছনে ফেলে টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ পেয়েছিলেন দুবে। কিন্তু জাতীয় দলের জার্সি গায়ে নজর কাড়তে পারছেন না তিনি। দ্রুত ফর্মে না ফিরলে তাঁকে বসিয়ে রিজার্ভে থাকা রিঙ্কুকে দলে নেওয়ার দাবিও উঠেছে।
advertisement
5/6
সুর্যকুমার যাদবের অফ ফর্ম: টি-২০ ফর্ম্যাটে বিশ্বের অন্যতম সেরা ও বিধ্বংসী ব্যাটার সূর্যকুমার যাদব। একার হাতে ম্যাচর ভাগ্য নির্ধারণ করার ক্ষমতা রয়েছে স্কাই-এর। কিন্তু টি-২০ বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে সূর্য করেছেন ২ ও ৭ রান। সূর্যকুমার যাদব রানে ফিরলে ভারতের ব্যাটিং শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে।
advertisement
6/6
শট সিলেকশন: এমনিতেই টি-২০ বিশ্বকাপে আমেরিকার পিচ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। যেখানে অসমান বাউন্স, বল থমকে আসার কারণে লো স্কোরিং ম্যাচ হচ্ছে। এমন উইকেটে ব্যাটিং করতে হলে অনেক বেশি টেকনিক্যালি সাউন্ড হতে হবে ব্যাটারদের। একইসঙ্গে শট সিলেকশনের ক্ষেত্রে আরও বেশি মনযোগ দিতে হবে। তাহলেই লড়াই করার মত রান করা যাবে। প্রতি ম্যাচে বোলাররা ম্যাচ বার করে দেবে তেমনটা সম্ভব নয়।