Rohit Sharma: অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ম্যাচেই শেষ হয়ে গেল রোহিতের কেরিয়ার? পরের ম্যাচেই ভারতীয় দলে নতুন প্রতিভা
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Rohit Sharma: বহু দিন পরে ভারতীয় দলে ফিরেছিলেন দুই মহাতারকা বিরাট কোহলি এবং রোহিত শর্মা। কিন্তু দুজনেই ব্যর্থ, এদিকে অধিনায়কত্বও গিয়েছে রোহিতের। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিতের খেলা নিয়েই সংশয় তৈরি হয়েছে।
advertisement
1/5

বহু দিন পরে ভারতীয় দলে ফিরেছিলেন দুই মহাতারকা বিরাট কোহলি এবং রোহিত শর্মা। কিন্তু দুজনেই ব্যর্থ, এদিকে অধিনায়কত্বও গিয়েছে রোহিতের। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিতের খেলা নিয়েই সংশয় তৈরি হয়েছে। রোহিতের ছন্দে না ফেরা যতটা না চিন্তার তার চেয়েও প্রশ্ন উঠছে যশস্বীর ভারতীয় দলে সুযোগ না পাওয়া নিয়ে।
advertisement
2/5
গিল যেখানে ভারতীয় দলে নিজের জায়গা পাকা করে নিয়েছেন, সেখানে সুযোগের অপেক্ষায় বসে। এখন গিলের সঙ্গে ওপেন করেন রোহিত, কিন্তু ভবিষ্যতে গিলের সঙ্গে ওপেন করতে পারেন যশস্বীই।
advertisement
3/5
অ্যাডিলেডের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে প্র্যাক্টিসে দেখা গেল রোহিত যশস্বীর ব্যাট নিয়ে শ্যাডো প্র্যাক্টিস করছেন। ব্যাটিং টিপসও দিচ্ছেন ভবিষ্যতের তারকাকে। আগামী বিশ্বকাপে বিরাটের বয়স ৩৯ হলেও রোহিতের বয়স হবে ৪০, তার উপরে বিরাটের ফিটনেস নিয়েও প্রশ্ন নেই, রোহিত কিংবদন্তি হলেও ২০২৭ বিশ্বকাপে কতটা ফিট থাকবেন সেটাই আসল।
advertisement
4/5
ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে ভারতীয় দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাককে এই নিয়ে প্রশ্ন করা হলে, তিনিও অ্যাডিলেডে যশস্বীর খেলা উড়িয়ে দেননি। তবে তিনি এ-ও ইঙ্গিত দিয়েছেন যশস্বীকে সুযোগ পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে।
advertisement
5/5
টেস্ট ক্রিকেটে ইতিমধ্যেই নিজের জায়গা পাকা করেছেন যশস্বী। তবে একদিনের ক্রিকেট এবং টি২০-তে গিল পাকা হলেও সুযোগ মেলেনি তাঁর। দেখা যাক কবে প্রথম দলে সুযোগ হয় যশস্বীর। (Photo-AP)