TRENDING:

২০২৫ ভারতীয় ক্রিকেটকে দিয়েছে আগামীর মহাতারকার হদিশ! তবে সামনে কঠিন লড়াই

Last Updated:
Future Star Of Indian Cricket: বিশ্ব ক্রিকেট দ্রুত বদলে যাচ্ছে, আর সেই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে টি-টোয়েন্টি সংস্কৃতি ও জেন জি মানসিকতা। আগ্রাসী ব্যাটিং, ঝুঁকিহীন সাহস আর প্রচলিত ধারণাকে অগ্রাহ্য করার প্রবণতা নতুন প্রজন্মের ক্রিকেটারদের আলাদা করে তুলছে।
advertisement
1/6
২০২৫ ভারতীয় ক্রিকেটকে দিয়েছে আগামীর মহাতারকার হদিশ! তবে সামনে কঠিন লড়াই
বিশ্ব ক্রিকেট দ্রুত বদলে যাচ্ছে, আর সেই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে টি-টোয়েন্টি সংস্কৃতি ও জেন জি মানসিকতা। আগ্রাসী ব্যাটিং, ঝুঁকিহীন সাহস আর প্রচলিত ধারণাকে অগ্রাহ্য করার প্রবণতা নতুন প্রজন্মের ক্রিকেটারদের আলাদা করে তুলছে। এই পরিবর্তনের সবচেয়ে আলোচিত মুখ এখন কিশোর ব্যাটার বৈভব সূর্যবংশী।
advertisement
2/6
মাত্র ১৪ বছর বয়সেই সূর্যবংশী ভারতীয় ক্রিকেটে নজির গড়েছে। ১৯ এপ্রিল ২০২৫-এ আইপিএলে অভিষেক ম্যাচেই প্রথম বল ছক্কায় হাঁকিয়ে সে জানান দেয় তার আগমনের খবর। আন্তর্জাতিক মানের বোলারের বিরুদ্ধে এমন আত্মবিশ্বাস গোটা ক্রিকেট বিশ্বকে চমকে দেয়।
advertisement
3/6
এর কয়েক দিনের মধ্যেই গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৩৫ বলে বিধ্বংসী শতরান করে সূর্যবংশী ভেঙে দেয় একাধিক রেকর্ড। সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, ইশান্ত শর্মার মতো অভিজ্ঞ বোলারদের সামনে তার দাপট প্রশ্ন তোলে ক্রিকেটীয় যুক্তির উপর। এই ইনিংস তাকে রাতারাতি জাতীয় আলোচনার কেন্দ্রে এনে দেয়।
advertisement
4/6
রেকর্ড যেন তার সঙ্গী। সর্বকনিষ্ঠ লিস্ট এ শতরানকারী, দ্রুততম ১৫০, সর্বকনিষ্ঠ টি-টোয়েন্টি শতরান, যুব ওয়ানডেতে সর্বাধিক ছক্কা—সবই তার ঝুলিতে। বিস্ফোরক ব্যাট স্পিড, অপ্রচলিত গ্রিপ ও শক্তিশালী ডাউনসুইং তার শক্তির মূল চাবিকাঠি।
advertisement
5/6
তবে এত অল্প বয়সে বিপুল জনপ্রিয়তা ঝুঁকিও বয়ে আনে। বিনোদ কাম্বলি বা পৃথ্বী শ’য়ের উদাহরণ মনে করিয়ে দেয়, আগাম তারকাখ্যাতি কতটা ভঙ্গুর হতে পারে। ইতিমধ্যেই সূর্যবংশীর প্রতিটি ইনিংস শিরোনাম হচ্ছে, সামাজিক মাধ্যমে নজরদারিও বেড়েছে।
advertisement
6/6
এই পরিস্থিতিতে তার ভবিষ্যৎ নির্ভর করবে সঠিক পরিচালনার উপর। বিসিসিআই, কোচ ও পরিবারের দায়িত্ব হবে তাকে চাপ থেকে দূরে রাখা, ধৈর্য শেখানো এবং ধাপে ধাপে উন্নতির সুযোগ দেওয়া। প্রতিভা তাকে আলোয় এনেছে, কিন্তু সেই আলোয় টিকে থাকাই হবে তার আসল পরীক্ষা।
বাংলা খবর/ছবি/খেলা/
২০২৫ ভারতীয় ক্রিকেটকে দিয়েছে আগামীর মহাতারকার হদিশ! তবে সামনে কঠিন লড়াই
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল