কোন অঙ্কে এখনও সেমিফাইনালে যেতে পারে আফগানরা? সেমিতে ভারত খেলবে কার বিরদ্ধে? রইল হিসেব
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ICC Champions Trophy 2025 Semi Final Equation: অস্ট্রেলিয়া আফগানিস্তান ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ায় সেমির টিকিট পাকা করে ফেলেছে স্মিথরা। এখনও কোন অঙ্কে সেমিতে যাবে আফগানরা। ভারত খেলবে কাদের বিরুদ্ধে?
advertisement
1/6

পাকিস্তানের মাটিতে একের পর এক ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়ে যাওয়ায় কিছুটে হলেও ম্যাড়ম্যাড়ে হয়ে গিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির আনন্দ। অস্ট্রেলিয়া আফগানিস্তান ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ায় সেমির টিকিট পাকা করে ফেলেছে স্মিথরা।
advertisement
2/6
এ গ্রুপ থেকে ইতিমধ্যেই সেমিফাইনালের টিকিট পাকা করে ফেলেছে ভারতীয় দল। রবিবার ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচে নির্ধারিত হবে কে হতে চলেছে এই গ্রুপের টপার।
advertisement
3/6
বি গ্রুপে এখনও পর্যন্ত একটি দলের জায়গা পাকা হয়েছে সেমিতে। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ায় ৩ ম্যাচে ১ জয়, ২ অমীমাংসিত,৪ পয়েন্ট নিয়ে শেষ চারে পৌছে গিয়েছে অজিরা।
advertisement
4/6
যদি দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডকে হারায়, তাহলে তারা পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থাকবে। এবং সেক্ষেত্রে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-র সেমিফাইনালে জায়গা করে নেবে। বিদায় নেবে আফগানরা
advertisement
5/6
আফগানদের সেমিতে যাওয়ার একটা ক্ষীণ আশা রয়েছে। তবে কাজটা বেশ কঠিন। তবে যদি ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকাকে কমপক্ষে ২০৭ রানের ব্যবধানে হারাতে পারে তাহলেই আফগানিস্তান রানরেটে সেমিতে যাবে।
advertisement
6/6
চ্যাম্পিয়ন্স ট্রফির নিয়ম বলছে, ভারত যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়, তাহলে খেলবে গ্রুপ বি-এর রানার্সের সঙ্গে। আর ভারত যদি দ্বিতীয় হিসেবে ওঠে তাহলে খেলবে গ্রুপ বি-র চ্যাম্পিয়নের সঙ্গে। ছবি পুরোপুরি পরিষ্কার হতে আর কয়েক ঘন্টার অপেক্ষা।