TRENDING:

Yashasvi Jaiswal: অভিষেকে মোট ১৫টি রেকর্ড, অবিশ্বাস্য নজির যশস্বী জয়সওয়ালের, জানলে অবাক হবেন আপনিও

Last Updated:
Yashasvi Jaiswal: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে ইনিংস ১৪১ রানে জয় পেয়েছে ভারতীয় দল। একইসঙ্গে অভিষেক টেস্টে ১৭১ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন যশস্বী জয়সওয়াল। একইসঙ্গে ১৫টি রেকর্ড গড়েছেন তরুণ ভারতীয় ওপেনার।
advertisement
1/15
Yashasvi Jaiswal: অভিষেকে ১৫টি রেকর্ড, অবিশ্বাস্য নজির যশস্বী জয়সওয়ালের
১. ডমিনিকার উইন্ডসোর পার্কে শুক্রবার টেস্টের তৃতীয় দিনে ১৭১ রান করে আউট হন জসস্বী জয়সওয়াল। উইন্ডসোর পার্কের টেস্ট ইতিহাসে সর্বাধিক রান করার নজির গড়লেন তরুণ ভারতীয় ওপেনার।
advertisement
2/15
২. এখানেই শেষ নয় বিদেশের মাটিতে টেস্টে সর্বাধিক রান করা ভারতীয় বাঁ-হাতি ওপেনিং ব্যাটারদের তালিকায়ও নিজের নাম তুলে ফেললেন যশস্বী। ১৭১ করে তালিকায় তৃতীয় স্থানে যশস্বী। ১৯০ ও ১৭৩ করে প্রথম ও দ্বিতীয় শিখর ধওয়ান।
advertisement
3/15
৩. উইন্ডসোর পার্কে রোহিত শর্মা আর যশস্বী জয়সওয়াল জুটি বেঁধে তোলেন ২২৯ রান। যা ভেঙে দিয়েছে ৪৪ বছরের পুরনো নজিরকে। এশিয়ার বাইরে প্রথম উইকেটে টেস্টে সর্বাধিক রানের পার্টনারশিপের নজির গড়েন রোহিত-যশস্বী জুটি।
advertisement
4/15
৪. ডমিনিকায় তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেকেই ১৫০ রানের গণ্ডি টপকানোর কৃতিত্ব অর্জন করেন যশস্বী। এই নিরিখে তিনি শিখর ধাওয়ান ও রোহিত শর্মার সঙ্গে একাসনে বসে পড়েন।
advertisement
5/15
৫. যশস্বী অবশ্য এশিয়ার প্রথম ও একমাত্র ক্রিকেটার, যিনি উপমহাদেশের বাইরে টেস্ট অভিষেকে ১৫০ রানের গণ্ডি টপকান। অর্থাৎ, এশিয়ার ক্রিকেটার হিসেবে এশিয়ার বাইরে টেস্ট অভিষেকে সব থেকে বেশি রান করার রেকর্ড গড়েন যশস্বী।
advertisement
6/15
৬. ভারতীয় দলের ক্রিকেট ইতিহাসে তৃতীয় ওপেনার হিসেবে টেস্ট অভিষেক শতরান করার নজির গড়লেন যশস্বী জয়সওয়াল। এর আগে এই নজির রয়েছে শিখর ধওয়ান ও পৃথ্বি শ-এর ঝুলিতে।
advertisement
7/15
৭. এর পাশাপাশি প্রথম ভারতীয় ওপোনার হিসেবে বিদেশের মাটিতে শতরান করলেন যশস্বী জয়সওয়াল। শিখর ধওয়ান ও পথ্বি শ ওপেনিংয় শতরান করলেও তা ছিল দেশের মাটিতে।
advertisement
8/15
৮. ভারতের ১৭তম ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেক শতরান করলেন যশস্বী জয়সওয়াল। নাম লেখালেন লালা অমরনাথ, ন্ডাপ্পা বিশ্বনাথ, মহম্মদ আজহারউদ্দিন, সৌরভ গঙ্গোপাধ্যায়, বীরেন্দ্র সহবাগদের তালিকায়।
advertisement
9/15
৯. আর আব্বাস আলি বেইগ, সুরিন্দর অমরনাথ, প্রবীন আমরে, সৌরভ গঙ্গোপাধ্যায়, বীরেন্দ্র সেওয়াগ, সুরেশ রায়নার পর সপ্তম ভারতীয় হিসেবে বিদেশের মাটিতে টেস্ট সেঞ্চুরি করলেন যশস্বী জয়সওয়াল।
advertisement
10/15
১০. এছাড়াও ভারতের ষষ্ঠ বাঁ-হাতি ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি করেন যশস্বী। তাঁর আগে রয়েছেন দীপক সোধান, সুরিন্দর অমরনাথ, সৌরভ গঙ্গোপাধ্যায়, সুরেশ রায়না, শিখর ধাওয়ান।
advertisement
11/15
১১. এর আগে কখনও ওপেনিং জুটিতে প্রতিপক্ষ দলের প্রথম ইনিংসের স্কোর টপকাতে পারেনি কোনও ভারতীয় ওপেনিং জুটি। ডোমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে করা ১৫০ রান টপকে গিয়ে ইতিহাসের পাতায় নাম লেখালেন যশস্বী ও রোহিত।
advertisement
12/15
১২. এর আগে ওপেনিং জুটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সর্বোচ্চ পার্টনারশিপ ছিল বীরেন্দ্র সেওয়াগ ও স‍ঞ্জয় ব্যাঙ্গার। ২০০২ সালে ওয়াংখেড়েতে ২০১ রান করেছিলেন তারা। সেই রেকর্ড ভেঙে ডোমিনিকায় ২২৯ রানের পার্টনারশিপ করেন রোহিত ও যশস্বী।
advertisement
13/15
১৩. ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ভারতীয় ওপেনিং জুটির সর্বোচ্চ রানের রেকর্ডও নিজেদের নামে করলেন রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। এর আগে এই রেকর্ড ছিল বীরেন্দ্র সেওয়াগ ও ওয়াসিম জাফরের। ২০০৬ সালে ১৫৯ রান করেছিলেন তারা। এবার ২২৯ করল রোহিত-যশস্বী।
advertisement
14/15
১৪. এশিয়ার বাইরে টেস্টে এটাই ভারতের সব থেকে বেশি রানের ওপেনিং জুটি। এর আগে সুনীল গাভাসকর ও চেতন চৌহান ১৯৭৯ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ওভাল ২১৩ রানেকর ওপেনিং পার্টনারশিপ করেছিল। সেই রেকর্ডও ভাঙল রোহিত ও যশস্বী।
advertisement
15/15
১৫. এশিয়ার বাইরে টেস্টে এই নিয়ে তৃতীয়বার ওপেনিং জুটিতে ভারত ২০০ রানের গণ্ডি টপকাল ভারতীয় দল। এছাড়া ডেবিউ ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েও নজির গড়েন যশস্বী জয়সওয়াল।
বাংলা খবর/ছবি/খেলা/
Yashasvi Jaiswal: অভিষেকে মোট ১৫টি রেকর্ড, অবিশ্বাস্য নজির যশস্বী জয়সওয়ালের, জানলে অবাক হবেন আপনিও
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল