Virat Kohli: ক্যারিবিয়ান সফরে কোহলির হাতে ২ নতুন ঘড়ি, নাম ও দাম নিয়ে জোর চর্চা নেট দুনিয়ায়
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Virat Kohli: ওয়েস্ট ইন্ডিজ সফরেও বিরাট কোহলির হাতে দুটি নতুন ঘড়ি দেখা গিয়েছে। একটি ম্যাচ চলাকালীন ও অপরটি চার্টাড বিমানে দেশে ফেরার সময়। যার দাম ও ব্র্যান্ড নিয়ে জোর চর্চা এখনও সোশ্যাল মিডিয়ায়।
advertisement
1/6

বিরাট কোহলির যে ব্র্যান্ডের প্রতি ফ্যাসিনেশন আছে তা সকলেই জানেন। নামী-দামি কোম্পানির চশমা, ঘড়ি, পোশাক ব্যবহার করেন প্রাক্তন ভারত অধিনায়ক।
advertisement
2/6
ওয়েস্ট ইন্ডিজ সফরেও বিরাট কোহলির হাতে দুটি নতুন ঘড়ি দেখা গিয়েছে। একটি ম্যাচ চলাকালীন ও অপরটি চার্টাড বিমানে দেশে ফেরার সময়। যার দাম ও ব্র্যান্ড নিয়ে জোর চর্চা এখনও সোশ্যাল মিডিয়ায়।
advertisement
3/6
ওয়েস্ট ইন্ডিজ সফরে ওডিআই সিরিজ চলাকালীন বিরাট কোহলি হাতে একটি ঘড়ি দেখা গিয়েছে। সেই সময় কোহলির সঙ্গে ছিলেন শুভমান গিলও। সেই ঘড়ির দাম সত্যিই অবাক করার মত।
advertisement
4/6
বিরাট কোহলির হাতে যে ঘড়ি দেখা গিয়েছে তার নাম Patek Philippe Aquanaut 18kt Rose Gold 5167A-001। বর্তমানে ঘড়িটির বাজার মূল্য ভারতীয় টাকায় ৮৭ লক্ষ্য টাকা।
advertisement
5/6
এছাড়া চার্টাড বিমানে দেশে ফেরার সময়ও কোহলির হাতে আরও একটি ঘড়ি দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় এক ভক্ত লেখেন ঘড়িটির দাম ৩ কোটি ২০ লক্ষ্য টাকা। যা নিয়ে জল্পনা শুরু হয়।
advertisement
6/6
তবে নেট মাধ্যনেই খোঁজ নিয়ে জানা যায় ঘড়িটির অত দাম নয়। রোলেক্স ঘড়ি পরেছেন কোহলি। ব্র্যান্ডটি হোয়াইট ডায়াল সহ রোলেক্স ডেটোনা। এর দাম হল ১২ লক্ষ ৩২ হাজার ৫০০ টাকা।