TRENDING:

IND vs WI: ক্যারিবিয়ান ক্রিকেটারের লাস্যময়ী 'ভোজপুরি বউ'! কী করে হল প্রেম-বিয়ে? জানুন তাদের প্রেম কাহিনি

Last Updated:
Meet West Indies Cricketer Daren Ganga s Stunning wife Pranita Tiwary who speaks Bhojpuri: ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন তারকা ক্রিকেটার ড্যারেন গঙ্গা। বর্তমানে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ধারাভাষ্য দিতেও দেখা গিয়েছে গঙ্গাকে। ক্রিকেট জীবন বাদেও ড্যারেন গঙ্গা নিজের প্রেম জীবন ও বিবাহিত জীবন নিয়ে চর্চায় থাকেন।
advertisement
1/9
IND vs WI: ক্যারিবিয়ান ক্রিকেটারের লাস্যময়ী 'ভোজপুরি বউ'! কী করে হল প্রেম-বিয়ে?
ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন তারকা ক্রিকেটার ড্যারেন গঙ্গা। বর্তমানে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ধারাভাষ্য দিতেও দেখা গিয়েছে গঙ্গাকে। ক্রিকেট জীবন বাদেও ড্যারেন গঙ্গা নিজের প্রেম জীবন ও বিবাহিত জীবন নিয়ে চর্চায় থাকেন। (ছবি সৌঃ ইনস্টাগ্রাম)
advertisement
2/9
ড্যারেন গঙ্গা ভারতীয় বংশোদ্ভূত। ভারতে ইংরেজ শাসনের সময় ড্যারেন গঙ্গার পূর্ব পুরুষরা ত্রিনিদাদে চলে গিয়েছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় শিকড়ের টান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারেননি গঙ্গা। তিনি বিয়ে করেছেন ভারতীয বংশোদ্ভূত প্রণিতা তিওয়ারিকে। (ছবি সৌঃ ইনস্টাগ্রাম)
advertisement
3/9
ড্যারেন গঙ্গার স্ত্রী প্রণিতা তিওয়ারির পূর্ব পুরুষরা থাকতেন বেনারসে। এখনও সেখানে তাদের বেশ কিছু আত্মীয় রয়েছে। তবে প্রণিতার জন্ম ও বেড়ে ওঠা অস্ট্রেলিয়ার সিডনিতে। ভারতীয় আত্মীয়দের সঙ্গে এখনও যোগাযোগ রয়েছে তাঁর পরিবারের। (ছবি সৌঃ ইনস্টাগ্রাম)
advertisement
4/9
ড্যারেন গঙ্গা ও প্রণিতা তিওয়ারির প্রেমের শুরুটা বেশ আকর্ষনীয়। কারণ সেখানেও রয়েছে ভারতের যোগ। ২০১৭ সালে নিউইয়র্কে আয়োজিত আইফা অ্যাওয়ার্ডে নিমন্ত্রিত ছিলেন ড্যারেন গঙ্গা। সেখানে ছিলেন প্রণিতা তিওয়ারিও। (ছবি সৌঃ ইনস্টাগ্রাম)
advertisement
5/9
দুই ভারতীয় বংশোদ্ভূতোর আলাপ জমাতে বেশি সময় লাগেনি। সেই অ্যাওয়ার্ড শো থেকে আলাপ ও বন্ধুত্ব। পরে ডেটিং থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে গঙ্গা ও প্রণিতার। তাদেরকে একাধিক জায়গায় ডেটিং করতেও দেখা যায়। (ছবি সৌঃ ইনস্টাগ্রাম)
advertisement
6/9
প্রণিতা উচ্চ শিক্ষিত। দেখতেও খুবই সুন্দরী। এক সময় বিশ্বখ্যাত একটি সংবাদ সংস্থায় চাকরি করতেন। ভোজপুরি সিনেমা দেখতে ও গান শুনতে পছন্দ করেন। মনোজ তিওয়ারির বড় ফ্যান। অল্প অল্প ভোজপুরি বলতেও পারেন প্রণিতা। (ছবি সৌঃ ইনস্টাগ্রাম)
advertisement
7/9
সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় প্রণিতা তিওয়ারি। ঘনঘন নিজের ছবি আপলোড করে থাকেন। বিন্দাস লাইফ কাটাতেই পছন্দ করেন। ড্যারন গঙ্গা ও তাদের একমাত্র সন্তানের সঙ্গেও নান ছবি আপলোড করেন। (ছবি সৌঃ ইনস্টাগ্রাম)
advertisement
8/9
২০১৭ থেকে ৩ বছর গঙ্গা ও প্রণিতা সঙ্গে ডেটিং করার পর ২০২০ সালে বিয়ে করার সিদ্ধান্ত নেন তারা। ২০২০ সালে চার হাত এক হয় দুজনের। বিয়েছে জমকালো অনুষ্ঠানোর আয়োজন করা হয়েছিল। (ছবি সৌঃ ইনস্টাগ্রাম)
advertisement
9/9
সুযোগ পেলে ভারতেও ঘুরতে আসেন ড্যারেন গঙ্গা ও প্রণিতা তিওয়ারি। গঙ্গাকেও অল্প অল্প ভোজপুরি বলতে শিখিয়ে দিয়েছেন প্রণিতা। বর্তমানে প্রণিতা একজন নামী ব্যবসায়ী। একটি সন্তান নিয়ে সুখী পরিার গঙ্গা ও প্রণিতার। (ছবি সৌঃ ইনস্টাগ্রাম)
বাংলা খবর/ছবি/খেলা/
IND vs WI: ক্যারিবিয়ান ক্রিকেটারের লাস্যময়ী 'ভোজপুরি বউ'! কী করে হল প্রেম-বিয়ে? জানুন তাদের প্রেম কাহিনি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল