রাহানের সেঞ্চুরির পর বল হাতে দুরন্ত বুমরাহ ! ৩১৮ রানে অ্যান্টিগায় টেস্ট জিতল ভারত
Last Updated:
advertisement
1/6

ভারত:২৯৭ ও ৩৪৩/৭ (ডিক্লেয়ার), ওয়েস্ট ইন্ডিজ: ২২২ ও ১০০ (২৬.৫ ওভার, টার্গেট ৪১৯), ভারত জয়ী ৩১৮
advertisement
2/6
টার্গেট ছিল ৪১৯ রান ৷ চতুর্থ ইনিংসে সেই রান করাটা কার্যত অসম্ভবই ছিল ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের জন্য ৷ কিন্তু হোল্ডাররা যে এভাবে আত্মসমর্পণ করবে তা কারোর পক্ষেই হয়তো আন্দাজ করা সম্ভব হয়নি ৷ মাত্র ১০০ রানেই গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ ৷ Photo Courtesy: BCCI/Twitter
advertisement
3/6
নর্থ সাউন্ডে সিরিজের প্রথম টেস্ট ৩১৮ রানে জিতে গেল ভারত ৷ মাত্র ৭ রানে ৫ উইকেট নিয়ে একাই ক্যারিবিয়ান ব্যাটিংকে ধ্বংস করলেন জসপ্রীত বুমরাহ ৷ Photo Courtesy: BCCI/Twitter
advertisement
4/6
সিরিজে ১-০ এগিয়ে গেল রবি শাস্ত্রীর ছেলেরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচ জিতে ৬০ পয়েন্ট পেল ভারত। Photo Courtesy: BCCI/Twitter
advertisement
5/6
বুমরাহের ৫ উইকেটের পাশাপাশি ম্যাচে বাকি উইকেটগুলি নেন ইশান্ত শর্মা (৩-৩১) ও মহম্মদ শামি (২-১৩) ৷ Photo Courtesy: BCCI/Twitter
advertisement
6/6
দলকে জিতিয়ে বুমরাহ জানান, ‘‘প্রথম ইনিংসে বল ভিজে যাওয়ায় সে রকম সুইং পাইনি। দ্বিতীয় ইনিংসে বৃষ্টি না হওয়ায় সেই অসুবিধার মধ্যে পড়তে হয়নি। ইংল্যান্ডে ডিউক বলে বল করার অভিজ্ঞতা হয়েছিল ৷ এখানেও বল করতে তাই কোনও অসুবিধা হয়নি ৷ ’’ Photo Courtesy: BCCI/Twitter