Asia Cup 2023 Champion India: এশিয়া কাপ জিতে কত কোটি টাকা পেল ভারত! কল্পনাও করতে পারবেন না
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
How much prize money Indian team get after become the Asia Cup 2023 champion: একতরফা ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে অষ্টমবারের জন্য এশিয়া সেরা হয়েছে ভারত। ম্যাচে প্রথমে ব্যাট করে মাত্র ৫০ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। একাই ৬ উইকেট নিয়ে আগুনে বোলিং করেন সিরাজ। ২৬৩ বল বাকি থাকতে ১০ উইকেটে ফাইানাল জেতে টিম ইন্ডিয়া।
advertisement
1/6

একতরফা ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে অষ্টমবারের জন্য এশিয়া সেরা হয়েছে ভারত। ম্যাচে প্রথমে ব্যাট করে মাত্র ৫০ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। একাই ৬ উইকেট নিয়ে আগুনে বোলিং করেন সিরাজ। ২৬৩ বল বাকি থাকতে ১০ উইকেটে ফাইানাল জেতে টিম ইন্ডিয়া।
advertisement
2/6
প্রতি বড় সিরিজ জেতার পরই ক্রিকেট ফ্যানেদের কৌতুহল থাকে চ্যাম্পিয়ন ও রানার্স দল কত টাকা পুরস্কার মূল্য পেল। এবারের এশিয়া কাপে চ্যাম্পিয়ন দলকে যে পরিমাণ টাকা দেওয়া হয়েছে তা জানলে অবাক হবেন।
advertisement
3/6
এবার এশিয়া কাপে সব মিলিয়ে ৪ কোটি টাকার বেশি পুরস্কার দেওয়া হয়েছে। শুধু চ্যাম্পিয়ন ও রানার্স নয়, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৬টি দলের মধ্যে ৫টি দলই আর্থিক পুরস্কার পেয়েছে। একমাত্র ষষ্ঠ স্থানে শেষ করা দলকে কোনও আর্থিক পুরস্কার দেওয়া হয়নি।
advertisement
4/6
এশিয়া কাপে রানার্সআপ হয়েছে শ্রীলঙ্কা। ৭৫ হাজার ডলার পেয়েছে দাসুন শানাকারা। ভারতীয় টাকায় মোট ৬২ লক্ষ টাকা পেয়েছে শ্রীলঙ্কা। এছাড়া সুপার ফোর পর্বে ওঠা দুই দল ৫১ লক্ষ টাকা করে পেয়েছে। পঞ্চম স্থানাধিকারী দল ১০ লাখ টাকা পেয়েছে।
advertisement
5/6
এবার আসা যাক চ্যাম্পিয়ম দল কতটাকা পুরস্কার পেয়েছে? অর্থাৎ কত কোটি টাকা পেল রোহিত-বিরাটদের ভারতীয় দল। এশিয়া কাপ ২০২৩ চ্যাম্পিয়ন হয়ে ভারতীয় দল পেয়েছে ২ লক্ষ ডলার। ভারতীয় টাকায় যার মূল্য ১ কোটি ৬৬ লক্ষ টাকা।
advertisement
6/6
এছাড়াও কিছু পুরস্কার রয়েছে। যেমন ম্যান অফ দ্যা সিরিজ হয়ে কুলদীপ যাদব পেয়েছে ১২ লক্ষ টাকা। ফাইনালে ম্যাচের সেরা হয়ে মহম্মদ সিরাজ পেয়েছেন ৪ লক্ষ টাকা। ফাইনালে বেস্ট ক্যাচ স্বরূপ রবীন্দ্র জাদেজা পেয়েছেন ২.৫ লক্ষ টাকা। সব মিলিয় ৪ কোটি টাকার বেশি পুরস্কার মূল্য দিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিল।