Gautam Gambhir: ভারতীয় দলে গম্ভীরের ফতোয়া! হিতে বিপরীত হবে না তো? জেনে নিন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Gautam Gambhir wants top order batters of Team India will have to bowl: ভারতীয় ক্রিকেটে শুরু হয়ে গিয়েছে গম্ভীর যুগ। রাহুল দ্রাবিড় পরবর্তী জমানায় ভারতীয় দলের কোচের দায়িত্ব নিয়ে কাজ শুরু করে দিয়েছেন গৌতম গম্ভীর। নতুন কোচ আসতেই টিম ইন্ডিয়ায় কিছু পরিবর্তনও লক্ষ্য করা গিয়েছে।
advertisement
1/8

ভারতীয় ক্রিকেটে শুরু হয়ে গিয়েছে গম্ভীর যুগ। রাহুল দ্রাবিড় পরবর্তী জমানায় ভারতীয় দলের কোচের দায়িত্ব নিয়ে কাজ শুরু করে দিয়েছেন গৌতম গম্ভীর। নতুন কোচ আসতেই টিম ইন্ডিয়ায় কিছু পরিবর্তনও লক্ষ্য করা গিয়েছে।
advertisement
2/8
গম্ভীরের চিন্তা-ভাবনা অন্যান্য আর পাঁচটা কোচের থেকে যে আলাদা হবে তা টের পাওয়া গিয়েছিল আইপিএলে। লখনউ বা কেকেআরের মেন্টর থাকাকালীন দুই দলেই বেশি কিছু পরীক্ষা-নিরীক্ষা করেছিলেন গম্ভীর। এবার ভারতীয় দলে সেই পরীক্ষা-নিরীক্ষা শুরু করে দিয়েছেন গৌতি।
advertisement
3/8
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ হোক আর একদিনের সিরিজ, ম্যাচ দেখা যাচ্ছে ভারতীয় দলের ব্যাটাররা বল করছেন। যা দ্রাবিড় জমানায় খুব প্রয়োজন না পড়লে তেমন একটা দেখা যায়নি। কিন্তু গম্ভীর নিয়ম করে ম্যাচে ব্যাটারদের দিয়ে বল করাচ্ছেন।
advertisement
4/8
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে সারপ্রাইজ দিয়েছিলেন গৌতম গম্ভীর, সূর্যকুমার যাদব। প্রথম ম্যাচে স্লগ ওভারে রিয়ান পরাগকে বোলিংয়ে এনেছিলেন। শেষ ম্যাচে বল করেছিলেন সূর্যকুমার যাদব ও রিঙ্কু সিং।
advertisement
5/8
একদিনের সিরিজে প্রথম ম্যাচে আমরা দেখেছিলাম শুভমান গিলকে বল করতে। এক ওভারই বল করেছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে দেখা গেল খোদ রোহিত শর্মাকে বল করতে। ২ ওভার বোলিং করেন ভারত অধিনায়ক।
advertisement
6/8
ভারতীয় দল সূত্রে খবর, গম্ভীরের জমানায় এমন অনেককেই বল করার জন্য তৈরি থাকতে হবে। যাতে প্রয়োজনে অধিনায়কের হাতে অপশন বেশি থাকে। দলে অলরাউন্ডার বাড়ানোর কাজও শুরুও করে দিয়েছেন বোলিং কোচ সাইরাজ বাহুতুলে।
advertisement
7/8
বোলিং কোচ বলেছেন, ভবিষ্যতে ক্রিকেটে অলরাউন্ডারদের দাপাদাপি থাকবে। টি-২০ ও একদিনের ক্রিকেটে ভারতীয় ম্যানেজমেন্ট রিঙ্কু, সূর্যকুমার ও শুভমানের মতো ব্যাটারদের দিয়ে বোলিং করিয়েছে। ভবিষ্যতে এমন পরীক্ষা-নীরিক্ষা আরও হতে পারে। এমনটা হলে প্রতিপক্ষের কাছে চমক হবে।
advertisement
8/8
কিন্তু রোহিত শর্মা, বিরাট কোহলিরা যে বয়সে পৌছেছে, তাদের যদি বল করতে হয় তাতে হিতে বীপরিত হবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ। কারণ চোট সমস্যাও বাড়তে পারে সিনিয়রদের ক্ষেত্রে। তবে সাফল্য আসলে হবে গম্ভীরের জয়জরকার।