Mohammed Siraj: কলম্বোয় সিরাজের 'রাজ', ৫০ রানে বান্ডিল শ্রীলঙ্কা, ওডিআই-তে সর্বনিম্ন রানের তালিকায় সানাকারা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs Sri Lanka Asia Cup 2023 Final: পাড়ার গলি ক্রিকেটও যেন এর থেকে ভাল। এশিয়া কাপের ফাইনালে মাত্র ৫০ রানে অলআউট হয়ে লজ্জার নজির গড়ল শ্রীলঙ্কা। সৌজন্যে মহম্মদ সিরাজের আগুনে স্পেল। ৭ ওভার বল করে ২১ রান দিয়ে নিলেন ৬ উইকেট।
advertisement
1/6

পাড়ার গলি ক্রিকেটও যেন এর থেকে ভাল। এশিয়া কাপের ফাইনালে মাত্র ৫০ রানে অলআউট হয়ে লজ্জার নজির গড়ল শ্রীলঙ্কা। সৌজন্যে মহম্মদ সিরাজের আগুনে স্পেল। ৭ ওভার বল করে ২১ রান দিয়ে নিলেন ৬ উইকেট।
advertisement
2/6
কলম্বোতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। কিন্তু সেই সিদ্ধান্ত পুরোপুরি বুমেরাং হয়ে দাঁড়ায় ভারতের পেস অ্যাটাকের সামনে। প্রথম ওভারে বুমরা সাজঘরে ফেরত পাঠান কুশল পেরেরাকে। খাতা না খুলেই আউট হন শ্রীলঙ্কার ওপেনার।
advertisement
3/6
চতুর্থ ওভারে বল করতে এসে খেলার রং পাল্টে দেন মহম্মদ সিরাজ। ৬ বল করে এক ওভারেই ৪ উইকেট নিয়ে রেকর্ড গড়েন তিনি। হ্যাটট্রিক করারও সুযোগ ছিল। যদিও তা হয়নি। তবে মহম্মদ সিরাজের এই ওভার ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
advertisement
4/6
চতুর্থ ওভারে সিরাজের শিকার হন পাথুম নিসাঙ্কা, সাদিরা সামিরাবিক্রমা, চারিথ আসালঙ্কা ও ধনঞ্জয়া ডি সলভা। মহম্মদ সিরাজের আগুনে বোলিংয়ের সামনে কার্যত অসহায় আত্মসমর্পন করেন শ্রীলঙ্কার ব্যাটাররা।
advertisement
5/6
ষষ্ঠ ওভারে এসে নিজের পঞ্চম উইকেট শিকার করেন সিরাজ। শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা এবার আউট হন সিরাজের বলে। ১২ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। এরপর কুশল মেন্ডিসকে আউট করেন মহম্মদ সিরাজ।
advertisement
6/6
অপরিদকে, সিরাজের পাশাপাশি ভালো বোলিং করেন হার্দিক পান্ডিয়াও। তিনিও দুমিথ ওয়ালালাগে, প্রমোদ মাদুশান ও মাথিসা পাথিরানার উইকেট নেন হার্দিক। ১৫.২ ওভারে ৫০ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। যা একদিনের ক্রিকেটে দশম সর্বনিম্ন রান।