Mohammed Siraj: ৬ উইকেটের সঙ্গে ৫ রেকর্ড, আগুনে স্পেলে ইতিহাসের পাতায় মহম্মদ সিরাজ
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Mohammed Siraj: এশিয়া কাপের ফাইনালে স্বপ্নের স্পেল করলেন মহম্মদ সিরাজ। সিরাজের আগুনে বোলিংয়ে সামনে ৫০ রানে অলআউট শ্রীলঙ্কা। ১০ উইকেটে ম্যাচ জিতে এশিয়া সের ভারত। ৭ ওভারে ২১ রান, ১টি মেডেন, ৬ উইকেট নিয়ে ম্যাচের সেরা মহম্মদ সিরাজ। সঙ্গে গড়লেন একাধিক রেকর্ড।
advertisement
1/6

এশিয়া কাপের ফাইনালে স্বপ্নের স্পেল করলেন মহম্মদ সিরাজ। সিরাজের আগুনে বোলিংয়ে সামনে ৫০ রানে অলআউট শ্রীলঙ্কা। ১০ উইকেটে ম্যাচ জিতে এশিয়া সের ভারত। ৭ ওভারে ২১ রান, ১টি মেডেন, ৬ উইকেট নিয়ে ম্যাচের সেরা মহম্মদ সিরাজ। সঙ্গে গড়লেন একাধিক রেকর্ড।
advertisement
2/6
ওডিআই ক্রিকেটের ইতিহাসে যুগ্মভাবে সবথেকে দ্রুত ৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন মহম্মদ সিরাজ। এশিয়া কাপ ২০২৩-এর ফাইনালে ১৬ বলে ৫ উইকেট নেন সিরাজ। এর আগে প্রাক্তন শ্রীলঙ্কার পেসার চামিন্ডা ভাস ২০০৩ সালে বাংলাদেশের বিরুদ্ধে ১৬ বলে ৫ উইকেট নিয়েছিলেন।
advertisement
3/6
একদিমের ক্রিকেটে হ্যাটট্রিকের রেকর্ড থাকলেও এর আগে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ওডিআইতে এক ওভারে ৪ উইকেট নেওয়ার নজির ছিল না। যা এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে করে ফেললেন সিরাজ।
advertisement
4/6
একদিনের ক্রিকেটে সিরাজের এই স্পেল বিশ্বের যে কোনও দলের বোলারদের শ্রীলঙ্কার বিরুদ্ধে করা সেরা স্পেল। এর আগে ১৯৯০ সালে শারজায় শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৬ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন পাকিস্তানের ওয়াকার ইউনিস। ২১ রান দিয়ে ৬ উইকেট নিয়ে সেই রেকর্ড ভেঙে দিলেন সিরাজ।
advertisement
5/6
ওডিআইতে ভারতের সেরা বোলিং ফিগারের বিচারে চতুর্থ স্থানে উঠে এলেন মহম্মদ সিরাজ। প্রথমে স্থানে রয়েছে স্টুয়ার্ট বিনির ৪ রানে ৬ উইকেট। দ্বিতীয় স্থানে অনিল কুম্বলের ১২ রানে ৬ উইকেট। তৃতীয় স্থানে জসপ্রীত বুমরাহের ১৯ রানে ৬ উইকেট।
advertisement
6/6
এশিয়া কাপের ইতিহাসে দ্বিতীয় সেরা বোলিং ফিগারের রেকর্ডও নিজের নামে করলেন মহম্মদ সিরাজ। এশিয়া কাপে ১৩ রান দিয়ে ৬ উইকেট নিয়ে প্রথম স্থানে রয়েছেন অজন্তা মেন্ডিস। ২১ রানে ৬ উইকেট দিয়ে দ্বিতীয় সিরাজ।