Rohit Sharma: ওডিআই খেলা নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মা! কী জানালেন টিম ইন্ডিয়ার অধিনায়ক
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Rohit Sharma: দ্বিতীয় একদিনের ম্যাচে লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছে টিম ইন্ডিয়াকে। সিরিজের তৃতীয় ম্যাচ ডু অর ডাই ভারতের কাছে। তার আগে নিজের খেলা নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা।
advertisement
1/6

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ টাই করেছিল ভারত। দ্বিতীয় একদিনের ম্যাচে লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছে টিম ইন্ডিয়াকে। সিরিজের তৃতীয় ম্যাচ ডু অর ডাই ভারতের কাছে। তার আগে নিজের খেলা নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা।
advertisement
2/6
একদিনের সিরিজে শ্রীলঙ্কার স্পিন সহায়ক পিচে ভারতীয় ব্যাটাররা সফল হতে পারছেন না। তারকা খোচিত ব্যাটিং লাইনে একমাত্র সফল হলেন অধিনায়ক রোহিত শর্মা। প্রথম ম্যাচে ৪৭ বলে ৫৮ ও দ্বিতীয় ম্যাচে ৪৪ বলে ৬৪ করেন রোহিত।
advertisement
3/6
কিন্তু যেখানে দলের অন্যান্য ব্যাটাররা সফল হচ্ছেন না, সেখানে সেট হয়েও কেন অতিরিক্ত আক্রমণাত্মক ব্যাটিং করে গিয়ে নিজের উইকেট দিয়ে আসছেন রোহিত তা নিয়ে প্রশ্ন তোলেন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ।
advertisement
4/6
এবার সিরিজের তৃতীয় ম্যাচের আগে নিজের খেলার ধরণ নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা। পরিস্থিতিত যাই হোক না কেন, নিজের খেলার ধরণ পাল্টাবেন না বলে জানিয়ে দিলেন রোহিত শর্মা। আক্রমণাত্মক ব্যাটিং করবেন বলে জানিয়েছেন তিনি।
advertisement
5/6
রোহিত শর্মা বলেছেন,"আক্রমণাত্মক ব্যাট করায় ৬৪ রান করতে পেরেছি। ওটাই আমার খেলার ধরন। ও ভাবে খেলতে গেলে আউট হওয়ার ঝুঁকিও থাকে। তাতে আমি ভয় পাই না। আপনি শূন্য রানেই আউট হোন, বা ১০০ রানে, খারাপ লাগবেই। কিন্তু তাতে আমার খেলার ধরন বদলাবে না। পরের ম্যাচেও একই ভাবে খেলব।"
advertisement
6/6
৭ অগাস্ট ভারত বনাম শ্রীলঙ্কার একদিনের সিরিজের তৃতীয় ম্যাচ। সিরিজ ড্র করতে হলে এই ম্যাচে জয় ছাড়া কোনও উপায় নেই। মরণ-বাঁচন ম্যাচে রোহিত শর্মার ব্যাটে বড় রান দেখার আশায় ফ্যানেরা।