India vs South Africa: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে দল থেকে বাদ দুই তারকা! কারা সুযোগ পাবেন প্রথম একাদশে?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
ভারত বনাম South Africa-র মধ্যে চলমান তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ODI ম্যাচটি Raipur-এ খেলা হবে। Shaheed Veer Narayan Singh International Stadium-এ বুধবার, ডিসেম্বর ৩ তারিখে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। Indian team management তাদের playing XI-তে কয়েকটি পরিবর্তন আনতে পারে।
advertisement
1/6

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় একদিনের ম্যাচে দুটি পরিবর্তন করতে পারে টিম ইন্ডিয়া। চারে ব্যাট করতে আসা রুতুরাজের জায়গায় তিলক ভার্মা বা ঋষভ পন্থকে প্রথম একাদশে আনা হতে পারে।
advertisement
2/6
তিলক এবং পন্থ সাধারণত মিডল অর্ডারে ব্যাট করেন, যেখানে কিন্তু রুতুরাজ নামেন টপ অর্ডারে। সিরিজের প্রথম ম্যাচে চার নম্বরে রুতুরাজের নামা নিয়ে প্রশ্ন উঠেছিল, আর তিনি রানও পাননি।
advertisement
3/6
রুতুরাজ ছাড়াও বাদ যেতে পারেন ওয়াশিংটন সুন্দর। প্রথম ম্যাচে তিনি ৫-এ ব্যাট করতে এসেছিলেন, কিন্তু ১৯ বলে মাত্র ১৩ রান করেন। তিনি মাত্র চার ওভার বল করেছিলেন। তার জায়গায় নির্ভরযোগ্য ব্যাটার নিতে পারে ভারত।
advertisement
4/6
সুযোগ পেতে পারেন নীতীশ রেড্ডি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে খারাপ খেলেননি নীতীশ রেড্ডি। তাই একজন স্পিনার কমাতে পারে ভারত।
advertisement
5/6
যশস্বী প্রথম ম্যাচে ওপেন করেছিলেন এবং ভাল শুরুও করেছিলেন, কিন্তু বড় ইনিংস খেলতে পারেননি। দ্বিতীয় ম্যাচেও তিনি সুযোগ পাবেন বলেই মনে করা হচ্ছে।
advertisement
6/6
Virat Kohli Ranchi-তে তার ৫২তম ODI সেঞ্চুরি করেছেন, আর Rohit Sharma আর KL Rahul-ও Indian team-এর হয়ে হাফ-সেঞ্চুরি করেছেন। এই তিনজন Raipur-এও একই পারফরম্যান্স করতে চাইবেন এবং India-কে সিরিজ জিততে সাহায্য করতে চাইবেন।