এশিয়া কাপ নিয়ে ভারত-পাকিস্তান 'যুদ্ধ', এবার আসরে নেমে বাবরের দেশকে ধুয়ে দিলেন অশ্বিন
- Published by:Sudip Paul
Last Updated:
India vs Pakistan: বিসিসিআই সচিব জয় শাহ প্রথম জানিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দল এশিয়া কাপ পাকিস্তানে হলে খেলতে যাবে না। তারপর থেকেই দুই দেশের প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারদের মধ্যে বাকযুদ্ধ লেগেই রয়েছে। এবার সেই যুদ্ধে ব্যাট ধরলেন রবিচন্দ্রন অশ্বিন।
advertisement
1/6

এশিয়া কাপ নিয়ে এবার দুই চিরপ্রতিদ্বন্দ্বি দেশের তরজা অব্যাহত। এশিয়া কাপ ভারত পাকিস্তানে খেলতে যাবে না জানাতেই পাল্টা চাল দিয়ছে পিসিবি। ভারতে আয়োজিত একদিনের বিশ্বকাপ না খেলার হুঁশিয়ারী দিয়েছে পাকিস্তান।
advertisement
2/6
পাকিস্তান থেকে এশিয়া কাপ সরতে পারে আরব আমিরশাহি বা কাতারে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রধান রামিজ় রাজা বলেছিলেন যে, ভারত যদি এশিয়া কাপ খেলতে না আসে তা হলে তারাও বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না।
advertisement
3/6
এশীয় ক্রিকেট কাউন্সিলের মিটিংয়ে পিসিবি-র নতুন বোর্ড প্রধান নাজাম শেঠী বলেন, “ভারত যদি পাকিস্তানে খেলতে না আসে, তা হলে আমরাও ভারতে যাব না। ২০২৩ সালের বিশ্বকাপে পাকিস্তান নাও থাকতে পারে।”
advertisement
4/6
বিসিসিআই সচিব জয় শাহ প্রথম জানিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দল এশিয়া কাপ পাকিস্তানে হলে খেলতে যাবে না। তারপর থেকেই দুই দেশের প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারদের মধ্যে বাকযুদ্ধ লেগেই রয়েছে। এবার সেই যুদ্ধে ব্যাট ধরলেন রবিচন্দ্রন অশ্বিন।
advertisement
5/6
তবে এবার এই ইস্যুতে এবার পাকিস্তানকে ধুয়ে দিল ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেছেন,"পাকিস্তানের অত সাহস নেই। এমন আগে ঘটেছে। আমরা পাকিস্তানে খেলতে যাব না বললেই ওরা এমন বলে। কিন্তু ওটা সম্ভব নয়, ওদের ভারতে আসতেই হবে।"
advertisement
6/6
এছাড়াও অশ্বিন বলেছেন,"কোনও আইসিসি প্রতিযোগিতায় ভারত না খেললে অনেক আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে। কিন্তু পাকিস্তান যদি ভারতে না আসে বিশ্বকাপ খেলতে তাতে প্রতিযোগিতার উপর খুব বেশি প্রভাব না। ফলে ভারতে খেলতে না আসলে ওদেরই ক্ষতি। অত সাহস নেই ওদের।"