India vs Pakistan ODI World Cup 2023: 'বাবররা সহজেই জিতবে, ভারতের বোলিং দুর্বল', ৩ মাস আগেই শুরু হয়ে গেল পাকিস্তানের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs Pakistan ODI World Cup 2023: ১৫ অক্টোবর বিশ্বকাপে মহারণ। বিশ্ব ক্রিকেটের সবথেকে হাইভোল্টেজ ফাইটে আরও একবার মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বি দেশ ভারত ও পাকিস্তান। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম সাক্ষী থাকবে ভারত-পাকিস্তান দ্বৈরথের।
advertisement
1/6

১৫ অক্টোবর বিশ্বকাপে মহারণ। বিশ্ব ক্রিকেটের সবথেকে হাইভোল্টেজ ফাইটে আরও একবার মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বি দেশ ভারত ও পাকিস্তান। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম সাক্ষী থাকবে ভারত-পাকিস্তান দ্বৈরথের।
advertisement
2/6
ইতিমধ্যেই এই ম্যাচকে ঘিরে উত্তেজনা ও উন্মাদনার পারদ চড়ছে দুই দেশের ক্রিকেটে প্রেমি থেকে শুরু করে প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারদের মধ্যে। এরইমধ্যে ভারত-পাকিস্তান ম্যাচের ভবিষ্যদ্বাণী করে ফেললেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার সৈয়দ আজমল।
advertisement
3/6
ভারত বনাম পাকিস্তান ম্যাচে বাবর আজমদের জেতার জন্য ফেভারিট মেনেছেন সৈয়দ আজমল। বাবর সহজে ম্যাচ জিততে পারে বলেও জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, এবার পাকিস্তানকে বিশ্বকাপ জয়ের জন্যও ফেভারিট মানছেন সৈয়দ আজমল।
advertisement
4/6
এক পডকাস্টে কথা বলার সময় সৈয়দ আজমল বলেন, ‘ভারতের বোলিং লাইনআপ বরাবরই দুর্বল। সাম্প্রতিক অতীতে একমাত্র সিরাজই খুব ভাল বোলিং করেছেন। মন পরিস্থিতিতে ভারতের বোলিং পাকিস্তানের জন্য খুব একটা চাপের হয়ে উঠবে বলে আমি মনে করি না।’
advertisement
5/6
তবে ভারতের ব্যাটিং যে খুব শক্তিশালী সেই কথা মেনেছেন সৈয়দ আজমল। লড়াই মূলত পাকিস্তানোর বোলিং বনাম ভারতের ব্যাটিং হবে সেই কথাও মেনে নিয়েছেন প্রাক্তন পাক ক্রিকেটার। তবে পাক দলের জেতার সম্ভাবনা ৬০ শতাংশ বলে জানিয়েছেন আজমল।
advertisement
6/6
প্রসঙ্গত, একদিনের ক্রিকেট বিশ্বকাপ ইতিহাসে এখনও পর্যন্ত ৭ বার দেখা হয়েছে দুই দেশের। সেখানে ফলাফল ৭-০। সাতটি ম্যাচই জিতেছে ভারতীয় দল। ১৫ অক্টোবর অষ্টম সাক্ষাতে ওডিআই বিশ্বকাপে ভারতীয় দল ১০০ শতাংশ জয়ের ধারা বজায় রাখতে পারে কিনা সেটাই দেখার।