India vs Pakistan ODI World Cup 2023: অক্টোবরে ভারত-পাকিস্তান ক্রিকেট 'যুদ্ধ', এখন থেকেই হাসপাতেলে বেড বুকিং করছেন ফ্যানেরা, ব্যাপারটা কী
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs Pakistan ODI World Cup 2023: একদিনের ক্রিকেট বিশ্বকাপে আগামি ১৫ অক্টোবর ভারত বনাম পাকিস্তান মহারণ। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হতে চলেছে এই ম্যাচ। দেশের মাটিতে দীর্ঘ বছর পর ভারত-পাক ক্রিকেট যুদ্ধ দেখার উন্মাদনা তুঙ্গে ক্রিকেট প্রেমিদের মধ্যে।
advertisement
1/5

একদিনের ক্রিকেট বিশ্বকাপে আগামি ১৫ অক্টোবর ভারত বনাম পাকিস্তান মহারণ। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হতে চলেছে এই ম্যাচ। দেশের মাটিতে দীর্ঘ বছর পর ভারত-পাক ক্রিকেট যুদ্ধ দেখার উন্মাদনা তুঙ্গে ক্রিকেট প্রেমিদের মধ্যে।
advertisement
2/5
এই মেগা ম্যাচকে কেন্দ্র করে যেমন বাড়ছে টিকিটের চাহিদা। ঠিক তেমনই বাড়ছে আহমদেবাদে হোটেলের চাহিদা। এখন থেকেই আশে পাশের এলাকার সব হোটেল বুক হয়ে গিয়েছে বলে খবর। হোটেল ভাড়া পৌছেছে এক রাতের জন্য ৫০ হাজার টাকা পর্যন্ত। যা আগামি দিনে আর বাড়তে পারে।
advertisement
3/5
ম্যাচ টিকিটের দামের থেকে হোটেলের ভাড়া বহু গুণ বেশি লাগছে ক্রিকেট প্রেমিদের। তাই টিকিট পেলেও ম্যাচ দেখতে গিয়ে কীভাবে থাকবেন তা নিয়ে মাথায় হাত পড়েছে। কথায় বলে ইচ্ছে থাকলে উপায় হয়। ক্রিকেট ফ্যানেরাও ঠিক তেমনই ব্যবস্থা করে নিচ্ছে।
advertisement
4/5
ভারত বনাম পাকিস্তান ম্যাচ দেখার জন্য আহমেদাবাদে হাসপাতালের বেড ভাড়া করছেন ফ্যানেরা। এক থেকে ২ দিনের জন্য হাসপাতালে ভর্তি থাকার অনুরোধ পাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষরা। এই সুযোগে ক্রিকেট অনুরাগীদের জন্য ২ দিনের হেলথ চেকআপ প্যাকেজের ব্যবস্থা করেছে হাসপাতালগুলি। যেখানে থাক-খাওয়া সঙ্গে হেলথ চেকআপে খরচ ৩ হাজার থেকে ২৫ হাজার পর্যন্ত।
advertisement
5/5
হাসাতালে বেড ভাড়া করে থাকলে তা হোটেলের থেকে অনেকটাই কম পড়ছে। থাকা-খাওয়া সবই হয়ে যাচ্ছে। সঙ্গে আবার হেলথ চেকআপ। সূত্রের, খবর ইতিমধ্যেই হাসপাতালগুলি বুকিং নিতে শুরু করে দিয়েছে। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, একেই বলে বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের উন্মাদনা।