Ind vs Pak Weather Update: কলম্বো থেকে এল কামাল খবর, জেনে নিন লেটেস্ট আপডেট
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Ind vs Pak Weather Update: লম্বো থেকে এখন সাময়িক সুখবর এসেছে, সেখানে এই মুহূর্তে সূর্য উঠেছে আকাশে৷ বৃষ্টির এই মুহূর্তে কোনও খবর নেই৷ যদি এইরকম পরিস্থিতি থাকে তাহলে টস নির্ধারিত সময়ে হবে৷
advertisement
1/5

: ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে ভারতীয় ক্যাম্পে বড় সু সমাচার৷ চোট সারিয়ে সুস্থ হয়ে গেছেন কে এল রাহুল৷ ম্যাচের আগের দিন ভরপুর অনুশীলন করতে দেখা গেছে তাঁকে৷ তবে এই মুহূর্তে ভারতীয় ক্যাম্পের বড় প্রশ্ন যে এই কয়েকটি ম্যাচে খেলা ইশান কিষাণই খেলবেন নাকি মেগা ম্যাচে সরাসরি অভিজ্ঞ ক্রিকেটারকেই নামিয়ে দেবে টিম ম্যানেজমেন্ট৷
advertisement
2/5
Ind vs Pak Weather Update: কলম্বো থেকে এখন সাময়িক সুখবর এসেছে, সেখানে এই মুহূর্তে সূর্য উঠেছে আকাশে৷ বৃষ্টির এই মুহূর্তে কোনও খবর নেই৷ যদি এইরকম পরিস্থিতি থাকে তাহলে টস নির্ধারিত সময়ে হবে৷
advertisement
3/5
ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে ভারতীয় ক্যাম্পে বড় সু সমাচার৷ চোট সারিয়ে সুস্থ হয়ে গেছেন কে এল রাহুল৷ ম্যাচের আগের দিন ভরপুর অনুশীলন করতে দেখা গেছে তাঁকে৷ তবে এই মুহূর্তে ভারতীয় ক্যাম্পের বড় প্রশ্ন যে এই কয়েকটি ম্যাচে খেলা ইশান কিষাণই খেলবেন নাকি মেগা ম্যাচে সরাসরি অভিজ্ঞ ক্রিকেটারকেই নামিয়ে দেবে টিম ম্যানেজমেন্ট৷
advertisement
4/5
বাবর আজম পাকিস্তানের জন্য ওয়ান ডে -তে অধিক শতরানকারী সইদ আনোয়ারকে ছুঁয়ে ফেলার বড় চ্যালেঞ্জ৷ তিনি পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি শতরানকারী ক্রিকেটারদের হয়ে যাবেন৷
advertisement
5/5
ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এই বিশেষ মাইলস্টোন পেতে পারেন৷ পাকিস্তানের বিরুদ্ধে ৩ উইকেট পেয়ে যান তাহলে তাঁর ওয়ানডে ক্রিকেটে ২০০ উইকেট পুরো হয়ে যাবে৷