TRENDING:

India vs Pakistan: আজ তো পাকিস্তানের পাত্তা সাফ, ফের এই বিশ্বকাপে কী করে হতে পারে ভারত বনাম পাক লড়াই

Last Updated:
India vs Pakistan: ইডেন, ওয়াংখেড়ে নাকি নরেন্দ্র মোদি স্টেডিয়াম কোথায় কোন সমীকরণে ফের ভারত বনাম পাক লড়াই ৷
advertisement
1/5
আজ তো পাকিস্তানের পাত্তা সাফ, ফের এই বিশ্বকাপে কী করে হতে পারে Ind vs Pak  লড়াই
: ভারত বনাম পাকিস্তান এই শব্দবন্ধটা উচ্চারণ হলেই বিশ্বজোড়া ক্রিকেটপ্রেমীরা কান খাড়া করে নেন৷ কবে, কোথায় , কখন৷ আসলে এই দুই চির প্রতিদ্বন্দ্বী দলের ক্রিকেটের লড়াইয়ের সম্পর্ক যেমন দুরন্ত পারস্পরিক কূটনৈতিক সম্পর্ক ঠিক উল্টো৷ ফলে নানা বাধা নিষেধে সেই খেলা একমাত্র আইসিসি বা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ইভেন্টেই হয়৷ এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারত ১১৭ বল বাকি থাকতে ৭ উইকেটে পাকিস্তান বধ করে৷ Photo- AP 
advertisement
2/5
তবে ভারত বনাম পাকিস্তান ম্যাচ কী এবারের বিশ্বকাপে ফের দেখা যাবে এই প্রশ্ন এখন ভারত ও পাক দুই দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে৷ হতেই পারে ভারত ও পাকিস্তান দুদলই ফের একবার খেলল৷ Photo- AP 
advertisement
3/5
এবারের বিশ্বকাপে প্রাথমিক পর্বে সব দলই একে অপরের বিরুদ্ধে খেলছে৷ আর সেখান থেকে টপ চারটি দল পরের রাউন্ডে পৌঁছে যাবে৷ সেখানে গ্রুপের এক নম্বরে থেকে যে দল যাবে সে খেলবে চার নম্বর হয়ে সেমিফাইনালে ওঠা দলের বিরুদ্ধে৷ এই দুই স্থানে থেকে যদি ভারত ও পাকিস্তান সেমিফাইনালে ওঠে তাহলে মুম্বইয়ের ওয়াংখেড়েতে প্রথম সেমিফাইনালে ১৫ নভেম্বর একে অপরের মুখোমুখি হবে৷ Photo- AP 
advertisement
4/5
আবার যদি ভারত ও পাকিস্তান এই দুটি দল দুই এবং তৃতীয় স্থানে থাকা অবস্থায় সেমিফাইনালের টিকিট পায় তাহলে ফের একবার দুই দলের মধ্যে সেমিফাইনাল হতে পারে৷ সেক্ষেত্রে ইডেন গার্ডেন্সে ১৬ নভেম্বর মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান৷ Photo- AP 
advertisement
5/5
এছাড়াও আরও একটি সম্ভাবনা রয়েছে ভারত বনাম পাকিস্তান ম্যাচ হওয়ার৷ সেই ম্যাচ হলে ম্যাচের ভ্যেনু হবে শনিবারে পাকিস্তানের বধ্যভূমি আহমেদাবাদই৷ সেক্ষেত্রে ভারত ও পাকিস্তান দুটি আলাদা সেমিফাইনাল খেলবে এবং নিজের নিজের ম্যাচ জিতে ফাইনালের টিকিট পাবে৷ ফলে ১৯ নভেম্বর হবে বিশ্বকাপের মেগা ফাইনাল৷ এরকম হলে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার ফাইনালে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান৷ Photo- AP 
বাংলা খবর/ছবি/খেলা/
India vs Pakistan: আজ তো পাকিস্তানের পাত্তা সাফ, ফের এই বিশ্বকাপে কী করে হতে পারে ভারত বনাম পাক লড়াই
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল