TRENDING:

Viral Photos|ICC T20 World Cup 2021|IndVSPak|Pakistan New Jersey controversy: টি ২০ বিশ্বকাপের আগেই ভারতের বিরুদ্ধে সস্তা রুচির পরিচয় পাকিস্তানের

Last Updated:
Viral Photos|IndiaVSPakistan ICC T20 World Cup 2021|Pakistan New Jersey controversy|ICC|PCB|BCCI: সীমান্তের মতই খেলার মাঠেও ভারত-পাকিস্তানের অবস্থান সব সময়েই টানটান থাকে
advertisement
1/11
টি ২০ বিশ্বকাপের আগেই ভারতের বিরুদ্ধে অত্যন্ত সস্তা রুচির পরিচয় পাকিস্তানের
হাতে গোণা আর মাত্র কয়েকদিন রয়েছে অর্থাৎ টি২০ বিশ্বকাপ (Men's T20 World Cup 2021 will be started very very short while from now) এখন থেকে আর মাত্র কিছুদিনের ব্যবধানেই শুরু হবে ৷
advertisement
2/11
সীমান্তেও যেমন ভারত-পাক (India will take on Pakistan) টানটান উত্তেজনা রয়েছে ঠিক তেমনই ক্রিকেটের মাঠেও রয়েছে এই চির প্রতিদ্বন্দ্বী দুই দলের মধ্যে কখনও ঠান্ডা তো কখনও গরমাগরম লড়াই ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
3/11
সেই আঁচ এবার পড়ল গিয়ে সোশ্যাল মিডিয়ায়, টি ২০ বিশ্বকাপে (T20 World Cup) পাকিস্তানের নতুন জার্সিতে টুর্নামেন্টের লোগো থেকে ভারতকে বাদ রাখা হয়েছে ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
4/11
ভারতের জায়গায় ইউএই-র (UAE) নাম লেখা আছে ৷ যেখানে ভারত টি ২০ বিশ্বকাপের আয়োজক দেশ ৷ করোনা সংক্রমণের ফলে টুর্নামেন্ট ভারতে না হয়ে ইউএই (UAE) ও ওমানে (Oman) অনুষ্ঠিত হবে ৷ কিন্তু আয়োজক দেশ ভারতই ৷ এই নিয়ে বিতর্ক এবার ঘনীভূত হওয়ার তুমুল আশঙ্কা ৷
advertisement
5/11
আইসিসি (ICC) বা ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিলের (Inetrnational Criket Council) নিয়মানুসারে আইসিসির (ICC Tournaments) প্রতিটি প্রতিযোগিতায় জার্সির বুকের ডানদিকে আয়োজক দেশের নাম ও টুর্নামেন্টের সাল লেখা থাকাটাই নিয়ম ৷ ফাইল ছবি ৷
advertisement
6/11
২০২১ সালের টি ২০ বিশ্বকাপের আয়োজক দেশ (T20 World Cup 2021 host Nation Is India) ৷ তাই সমস্ত দেশের জার্সিতে ভারতের নাম লেখা থাকাটা অবশ্যম্ভাবী ৷ বৃহস্পতিবার যে সমস্ত দেশের জার্সি প্রকাশ্যে এসেছে সেখানে পাকিস্তানের জার্সি (Pakistan New Jeresy) একদম আলাদা ৷ তাতে লেখা আছে ‘ICC Men’s T20 World Cup India 2021’ লেখা থাকার কথা ছিল ৷ ফাইল ছবি ৷
advertisement
7/11
কিন্তু সেক্ষেত্রে জার্সিতে ইউএই লেখা আছে ৷ সেই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ পাকিস্তানের অধিনায়ক বাবর আজম (Pakistan Captain Babar Azam) টি ২০ বিশ্বকাপের (T20 World Cup 2021) জন্য নতুন জার্সি পরেছেন ৷ সেই জার্সিতে এই প্রতিযোগিতার আয়োজক দেশের জায়গায় ভারতের বদলে ইউএই (UAE) লেখা আছে ৷ ফাইল ছবি ৷
advertisement
8/11
সেক্ষেত্রে অন্য সমস্ত দলের জার্সিতে আয়োজক দেশের নাম ভারত (ICC T20 World Cup Host Nation India) ৷ এই বিষয়ে পিসিবির সাফাই এখনও সরকারি ভাবে এই জার্সির উদ্বোধন করা হয়নি ৷ তারই মাঝে এই ছবি প্রকাশ্যে আসতেই বিতর্কের দানা বাঁধে ৷ ফাইল ছবি ৷
advertisement
9/11
এটাই এখন দেখার পিসিবি (PCB) জার্সিটা কবে লঞ্চ করে? সেখানে আয়োজক দেশের নামের জায়গায় ভারতের নাম থাকে কি না? না থাকলে বিষয়টি কতখানি বিতর্কিত হয় ৷ তবে এই বিষয় নিয়ে এখনও পর্যন্ত আইসিসি (ICC) ও বিসিসিআইয়ের (BCCI) থেকে কোনও বিবৃতি পাওয়া যায়নি ৷ ফাইল ছবি ৷
advertisement
10/11
এখনও পর্যন্ত একদিনের বিশ্বকাপই হোক বা টি ২০ বিশ্বকাপ (T20 World Cup) ভারতকে কখনই হারাতে পারেনি পাকিস্তান ৷ টি ২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত পাঁচবার ভারত (India) ও পাকিস্তান (Pakistan) মুখোমুখি হয়েছে সেখানে প্রতিবারই ভারত হারিয়েছে পাকিস্তানকে ৷ ফাইল ছবি ৷
advertisement
11/11
২০০৭-এ গ্রুপ লিগ ও ফাইনালে ভারত হারিয়েছে পাকিস্তানকে, ২০১২, ২০১৪ ও ২০১৬-এর টি ২০ বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েছে ভারত (Still Now India and Pakistan came across into T20 World Cup 5 times each other all the occasion India have won the game) ৷ শেষবার ২০১৯ সালে একদিনের বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান সেখানেও ৮৯ রানে ভারতের হাতে পাক বধ হয়েছিল ৷ ফাইল ছবি ৷
বাংলা খবর/ছবি/খেলা/
Viral Photos|ICC T20 World Cup 2021|IndVSPak|Pakistan New Jersey controversy: টি ২০ বিশ্বকাপের আগেই ভারতের বিরুদ্ধে সস্তা রুচির পরিচয় পাকিস্তানের
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল