IND vs PAK: ভারতের কাছে হারের পর চরম খেসারত; বাধ্য হয়ে বড়সড় পদক্ষেপ বিরক্ত বাবর এবং তাঁর পরিবারের
Last Updated:
India vs Pakistan: হারের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে পড়েছে পাক খেলোয়াড়রা। শুধু তা-ই নয়, তাঁদের পরিবারের বিরুদ্ধেও আক্রমণ শানাচ্ছেন নেটিজেনরা।
advertisement
1/6

বিশ্বকাপে গত শনিবারই আহমেদাবাদে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। ভারতীয় দলের ঝোড়ো ইনিংসে ধরাশায়ী হয়ে গিয়েছে বাবর আজমের পাকিস্তান। এভাবেই জয়ের ধারা বজায় রাখল ভারত। তবে হারের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে পড়েছে পাক খেলোয়াড়রা। শুধু তা-ই নয়, তাঁদের পরিবারের বিরুদ্ধেও আক্রমণ শানাচ্ছেন নেটিজেনরা। ফলে উদ্বেগ বাড়ছে তাঁদের মধ্যে। Photo Courtesy: AP
advertisement
2/6
সোশ্যাল মিডিয়ার এই ট্রোলের থেকে বাদ যাননি স্বয়ং পাক অধিনায়ক বাবর আজম এবং তাঁর পরিবারও। ফলে এবার এই ট্রোলের জ্বালা থেকে মুক্তি পেতে বড়সড় পদক্ষেপ করলেন বাবর এবং তাঁর বাবা। শনিবারের ভারত-পাক ম্যাচে মাত্র ১৯১ রান তুলতে পেরেছিল পাকিস্তান। তার বিরুদ্ধে মাঠে নেমে ৭ উইকেটের বড় জয় পেয়েছে ভারতীয় দল। Photo Courtesy: AP
advertisement
3/6
মাত্র ৬৩ বলে ৮৬ রানের ঝকঝকে ইনিংস খেলে অনায়াসে জয় ছিনিয়ে আনেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু হারের পরে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের প্রতিক্রিয়া নিয়ে যথেষ্ট বিরক্ত পাক অধিনায়ক বাবর। Photo Courtesy: AP
advertisement
4/6
আসলে ট্রোল এমন পর্যায়ে পৌঁছেছিল যে, বাবর আজম নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরির কমেন্ট সেকশন নিষ্ক্রিয় করে দেন। যার অর্থ হল, তাঁর পোস্টে কেউ কমেন্ট করতে পারবেন না। এমনকী বাবরের বাবা আজম সিদ্দিকীও ট্রোলারদের জ্বালায় নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দিয়েছেন। Photo Courtesy: AP
advertisement
5/6
ভারতের বিপক্ষে ম্যাচের প্রসঙ্গে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় বাবর আজম বলেন যে, “টি-২০ বিশ্বকাপে আমরা ভারতীয় দলকে পরাজিত করেছি। এমতাবস্থায় ওয়ান-ডে বিশ্বকাপেও এমনটা হতেই পারে। কিন্তু সেটা হয়নি। দলটি টানা অষ্টম বারের জন্য পরাজয় বরণ করেছে।” Photo Courtesy: AP
advertisement
6/6
প্রসঙ্গত, পাকিস্তান দল বিশ্বকাপ ২০২৩-এ এখনও পর্যন্ত ৩টি ম্যাচ খেলেছে। তার মধ্যে ২টিতে জয়লাভ করেছে। বাবর আজমের নেতৃত্বে দলটি নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেয়েছে। আগামী ২০ অক্টোবর চতুর্থ ম্যাচে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাক দল। যদিও প্রথম দু’টি ম্যাচে পরাজিত হয়েছে অস্ট্রেলিয়া। এর আগে ভারতও অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে পরাস্ত করেছে। পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া ম্যাচটি অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুতে। Photo Courtesy: AP