India vs Pakistan: একই দিনে ৩ বার পাকিস্তানকে হারাল ভারত, তরতরিয়ে উড়ল তেরঙা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Asian Games 2023 India vs Pakistan: শনিবার দিনটা ভারতের কাছে এক ঐতিহাসিক জদিন হয়ে থেকে যাবে। কারণ এদিন খেলার মাঠে আলাদা-আলাদা ৩টি ইভেন্টে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। সবকটিতেই চিরপ্রিতদ্বন্দ্বি দেশের বিরুদ্ধে জয়ের হাসি হেসেছে ভারত।
advertisement
1/6

এশিয়া কাপ ক্রিকে থেকে শুরু করে এশিয়ান গেমসের নানারকম খেলা, খেলার মাঠে কোনও ইভেন্টেই সাম্প্রতিক সময়ে দাঁডাতেই পারছে না পাকিস্তান। একের পর এক খেলায় পাকিস্তানকে লজ্জার হারের স্বাদ দিচ্ছে ভারতীয় দল।
advertisement
2/6
শনিবার দিনটা ভারতের কাছে এক ঐতিহাসিক জদিন হয়ে থেকে যাবে। কারণ এদিন খেলার মাঠে আলাদা-আলাদা ৩টি ইভেন্টে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। সবকটিতেই চিরপ্রিতদ্বন্দ্বি দেশের বিরুদ্ধে জয়ের হাসি হেসেছে ভারত।
advertisement
3/6
প্রথম জয় আসে স্কোয়াশে। এশিয়ান গেমস ২০২৩- এর ষষ্ঠ দিনে ভারতীয় পুরুষ দল স্কোয়াশে নতুন ইতিহাস লেখে। ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ৯ বছর পর স্কোয়াশে সোনা জিতেছে ভারতীয় দল। খেলার ফল ২-১। প্রথম গেেম মহেশ মানগাঁওকর হেরে গেলেও পরের দুটি গেম সৌরভ ঘোষাল ও অভয় সিং জিতে সোনা জয় নিশ্চিৎ করেন।
advertisement
4/6
এরপর শনিবার বিকেলে নেপালে অনূর্ধ্ব ১৯ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারতীয় ফুটবল দল। প্রথমার্ধে কোনও গোল না হলেও দ্বিতীয়ার্ধে দাপট দেখায় ভারত। শেষ পর্যন্ত পাকিস্তানকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। ২টি গোল করেন মাংলেংথাং কিপগেন, একটি গোল করেন গয়ামসার গোয়ারি।
advertisement
5/6
তৃতীয় ম্যাচে এশিয়ান গেমসে হকিতে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বি প্রতিবেশি দেশ। সেখানে নয়া ইতিহাস রচনা করে পাকিস্তানকে গোলের মালা পরায় ভারতীয় হকি দল। ১০-২ গোলে বিশাল জয় পায় ভারত। হকিতে এটিই পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সবথেকে বড় ব্যবধানে জয়।
advertisement
6/6
আগামি কয়েক দিনেও একাধিক খেলায় ভারত-পাকিস্তানের মুখোমুখি হওয়ার সম্ভাবনা ও ঘোষিত সূচি রয়েছে। তারমধ্যে এশিয়ান গেমস ক্রিকেটে যদি দুই দেশ ফাইনালে ওঠে তাহলে ফের ভারত-পাক দ্বৈরথ। আর আসন্ন একদিনের বিশ্বকাপে ১৪ অক্টোরবর মুখোমুখি ভারত-বাবররা। ফের তেরঙা তরতরিয়ে ওড়া দেখার অপেক্ষায় দেশবাসী।