India vs Pakistan Asia Cup 2023: রবিবার এশিয়া কাপে ফের ভারত-পাকিস্তান, তার আগে 'খোঁচা' দিলেন বাবর আজম
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs Pakistan Asia Cup 2023: রবিবার এশিয়া কাপের সুপার ফোর রাউন্ডে আরও একবার মুখোমুখি হবে দুই চিরপ্রতিত্বন্দ্বি দেশ। তার আগে ভারতীয় দলকে কার্যত খোঁচা দেওয়ার পাশাপাশি বাবর আজম বুঝিয়ে দিলেন তারা কতটা তৈরি।
advertisement
1/6

এশিয়া কাপের গ্রুর পর্বের ভারত-পাকিস্তান দ্বৈরথ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল। তবে ম্যাচে পাকিস্তান পেসারদের দুরন্ত বোলিং ও ভারতীয় ব্যাটিং টপ অর্ডারের ব্যর্থতা নিয়ে কম আলোচনা হয়নি।
advertisement
2/6
এশিয়া কাপের সুপার ফোর রাউন্ডের প্রথম খেলায় বাংলাদেশকে হেলায় হারিয়েছে পাকিস্তান। শাকিবদের হারানোর পরই ফের একবার ভারত ম্যাচ নিয়ে মুখ খুললেন পাকিস্তান অধনিয়ক বাবর আজম।
advertisement
3/6
রবিবার এশিয়া কাপের সুপার ফোর রাউন্ডে আরও একবার মুখোমুখি হবে দুই চিরপ্রতিত্বন্দ্বি দেশ। তার আগে ভারতীয় দলকে কার্যত খোঁচা দেওয়ার পাশাপাশি বাবর আজম বুঝিয়ে দিলেন তারা কতটা তৈরি।
advertisement
4/6
বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ শেষে বাবর আজমের কাছে জানতে চাওয়া ভারত ম্যাচ নিয়ে তারা কি চাপে? জবাবে পাকিস্তান অধিনায়ক বলেন,"ভারত-পাকিস্কান ম্যাচ নিয়ে আমাদের কোনও চাপই নেই।"
advertisement
5/6
এছাড়াও বাবর আজম বলেন,"প্রতিটা ম্যাচেই নিজের সেরাটা দিচ্ছে ছেলেরা। এই জয় আমাদের আরও আত্মবিশ্বাসী করে তুলবে। বড় ম্যাচের জন্যে এমনিতেই আমরা সব সময় তৈরি থাকি। নিঃসন্দেহে পরের ম্যাচে নিজেদের ১০০ শতাংশ দেব।"
advertisement
6/6
প্রসঙ্গত, পাকিস্তান-বাংলাদেশ সুপার ফোরের ম্যাচে প্রথমে ব্যাট করে ১৯৩ রানে অলআউট হয়ে যায় শাকিবরা। জবাবে রান তাড়া করতে নেমে ৩৯.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পোছ যায় পাকিস্তান।