Ind vs Nz At Eden: আবার 'ইন্ডিয়া ইন্ডিয়া...' স্লোগান, ২ বছর পর চেনা ছবি ফিরছে দর্শকদের ভালবাসার ইডেনে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
advertisement
1/5

২ বছর পর চেনা ইডেন। করোনা মহামারীর পর আবার ক্রিকেট ফিরল ইডেনে। ক্রিকেটভক্তদের তাই আনন্দের সীমা নেই। তবে হতাশাও আছে অনেকের। টিকিট না পাওয়ার হতাশা। ভিন রাজ্য থেকেও সমর্থকরা এসেছিলেন। কিন্তু কেউ কেউ ভারত বনাম নিউ জিল্যান্ড টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচের টিকিট হাতে পেলেন না। একবার বাইরে থেকে ইডেন দর্শন করেই ফিরে যেতে হল।
advertisement
2/5
ভারত বনাম নিউ জিল্যান্ড টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচের এখন আর কোনও গুরুত্ব নেই। কারণ পর পর দুটি ম্যাচ জিতে ভারতীয় দল সিরিজ পকেটে পুরে ফেলেছে। তবুও স্রেফ ক্রিকেট দেখার আনন্দেই বহু দর্শক রবিবার ইডেনে আসতে চান। তাই সিরিজের গুরুত্বহীন ম্যাচেও টিকিটের চাহিদা ছিল তুঙ্গে। শনিবার ইডেনের বাইরে টিকিটের জন্য লম্বা লাইন পড়ল। একেবারে চেনা ছবি যেন!
advertisement
3/5
ভারতের পতাকা, ভারতীয় দলের জার্সি, ফেট্টি বিক্রিও ছিল চোখে পড়ার মতো। ফলে বিক্রেতারাও খুশি। দীর্ঘদিন পর ক্রিকেট ফিরছে মাঠে। আর ক্রিকেটের সঙ্গে জড়িয়ে বহু মানুষের রুটি রুজি। সেটা মাঠে হোক বা মাঠের বাইরে। ক্রিকেটের নন্দন কাননে দর্শকদের উন্মাদনা ছিল দেখার মতো।
advertisement
4/5
রাত পোহালেই ইডেনে আবার ইন্ডিয়া ইন্ডিয়া স্লোগান উঠবে। ভারতীয় ক্রিকেটে এখন অনেক কিছু পরিবর্তন হয়েছে। টি-২০ দলের ক্যাপ্টেন হয়েছেন রোহিত শর্মা। কোচ হয়েছেন রাহুল দ্রাবিড়। বলতে গেলে ভারতীয় ক্রিকেটে নতুন যুগের সূচনা হয়েছে। তাই জন্যই হয়তো আরও বেশি সংখ্যক দর্শক মাঠে থাকার জন্য ব্যকুল হয়ে উঠেছেব।
advertisement
5/5
সিএবি সভাপতি থেকে বিসিসিআই প্রেসিডেন্ট। সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রশাসনিক কর্তা হিসেবে উত্থান অসাধারণ। এবার বোর্ড সভাপতির ঘরের মাঠে ম্যাচ। আর কে না জানে, খেলাধূলায় কলকাতার আবেগ কখনও কম পড়েনি। রবিবার রোহিত শর্মার দলের জন্য প্রাণ ঢেলে সমর্থনের জন্য প্রস্তুত ইডেন ও কলকাতা।