Shubman Gill: একগুচ্ছ রেকর্ড শুভমান গিলের, চুরমার করে দিলেন কোহলি-রায়নাদের নজির
- Published by:Sudip Paul
Last Updated:
Shubman Gill: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় ভারতের। আমেদাবাদে তৃতীয় ম্যাচে ১২৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন শুভমান গিল। একাধিক রেকর্ড গড়লেন তরুণ ভারতীয় ওপেনার।
advertisement
1/6

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে দুরন্ত ব্যাটিং করেছেন শুবমান গিল। ৬৩ বলে ১২৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন তরুণ ভারতীয় ওপেনার। ১২টি চার ও ৭টি ছয়ে সাজানো তাঁর ইনিংস।
advertisement
2/6
এর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে দ্বিশতরান করেছিলেন গিল। সব থেকে কম বয়সে ওয়ান ডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করার বিশ্বরেকর্ড গড়েছিলেন। এবার টি-২০ ক্রিকেটে শতরান করেও একাধিক রেকর্ড গড়লেন গিল।
advertisement
3/6
সব ধরনের ক্রিকেটেই শতরান করে ফেললেন শুভমন। তিনি পঞ্চম ভারতীয় ব্যাটার, যিনি সব ধরনের ক্রিকেটে শতরান করলেন। এর আগে রোহিত শর্মা, বিরাট কোহলি, সুরেশ রায়না এবং লোকেশ রাহুল সব ধরনের ক্রিকেটে শতরান করেছেন।
advertisement
4/6
এতদিন টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে সবথেকে বেশি ব্যক্তিগত স্কোরের রেকর্ড ছিল বিরাট কোহলির দখলে। ২০২২ সালে আফগানিস্তানের বিরুদ্ধে ১২২ রান করেছিলেন বিরাট। এবার অপরাজিত ১২৬ রান করে সেই রেকর্ড নিজের নামে করলেন গিল।
advertisement
5/6
শুবমন গিল কনিষ্ঠতম ভারতীয় ক্রিকেটার হিসাবে টি-২০ ক্রিকেটে শতরান করার রেকর্ডও নিজের নামে করলেন গিল। টপকে গেলেন রায়নাকে। ২৩ বছর ১৪৬ দিনে শতরান করলেন শুভমন। গিলের থেকে ১০ দিন বেশি বয়সে শতরান করেছিলেন রায়না।
advertisement
6/6
ছেলে ও মেয়েদের ক্রিকেট মিলিয়ে অষ্টম ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে শতরান করেন শুভমন দিল। তাঁর আগে রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, কেএল রাহুল, সুরেশ রায়না, বিরাট কোহলি, দীপক হুডা, হরমনপ্রীত কউর টি-২০ ক্রিকেটে শতরান করেছিলেন।