IND vs NZ Semi Final: সেমিফাইনালে ভয়ে আছেন বিরাট কোহলি! কিন্তু কারণটা কী, জেনে নিন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
- Written by: ERON ROY BURMAN
Last Updated:
India Vs New Zealand ICC World Cup 2023 Semi Final: সেমিফাইনালের আগে আগে একটি পরিসংখ্যান চিন্তায় রেখেছে ভারতীয় ক্রিকেট ফ্যান তথা বিরাট কোহলির ফ্যানেদের। কারণ আইসিসি একদিনের বিশ্বকাপের সেমিফাইনালের রেকর্ড বলছে শেষ চারের লড়াইয়ে সবসময় ব্যর্থ বিরাট কোহলি।
advertisement
1/5

বুধবার বিশ্বকাপের মেগা সেমিফাইনাল। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। এই মাঠেই ১২ বছর আগে বিশ্বজয় করেছিল ভারত। সেই মাঠেই এবার ফাইনালে ওঠার চ্যালেঞ্জ টিম ইন্ডিয়ার।
advertisement
2/5
তবে বড় ম্যাচের আগে একটি পরিসংখ্যান চিন্তায় রেখেছে ভারতীয় ক্রিকেট ফ্যান তথা বিরাট কোহলির ফ্যানেদের। কারণ আইসিসি একদিনের বিশ্বকাপের সেমিফাইনালের রেকর্ড বলছে শেষ চারের লড়াইয়ে সবসময় ব্যর্থ বিরাট কোহলি।
advertisement
3/5
একদিনের বিশ্বকাপ তিনটি সেমিফাইনাল খেলে বিরাট কোহলির মোট রান ১১। ২০১১ পাকিস্তান, ২০১৫ অস্ট্রেলিয়া ও ২০১৯ নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলির স্কোর যথাক্রমে ৯, ১, ১ রান। এবার কোহলির সামনে চতুর্থ বিশ্বকাপের সেমিফাইনাল।
advertisement
4/5
তবে একদিনের বিশ্বকাপে যতটা ব্যর্থ বিরাট কোহলি, টি-২০ বিশ্বকাপের সেমি ফাইনালে কিন্তু ততটাই সফল। ২০১৪, ২০১৬, ২০২২ তিনটি টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে অনবদ্য ব্যাটিং করেছিলেন কোহলি। স্কোর যথাক্রমে ৭২, ৮৯ ও ৫০ রান।
advertisement
5/5
তবে এবােরর বিশ্বকাপে দারুণ ফর্মে রয়েছেন বিরাট কোহলি। ৫৯৬ রান করে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় প্রথম দুজনের মধ্যে রয়েছেন ভিকে। ২ শতরানও করে ফেলেছেন। ফলে এবার সেমিফাইনালে কোহলির ব্যাটে বড় রান দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।