ব্যাটে নেই বড় রান, তারপরও রেকর্ড বুকে নাম লেখালেন রোহিত শর্মা
- Published by:Sudip Paul
Last Updated:
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম একদিনের ম্যাচ। এদিনও বড় রান পেলেন না ভারত অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু তারপরও রেকর্ড গড়লেন হিটম্যান।
advertisement
1/6

প্রায় দেড় বছরের বেশি সময় ধরে ব্যাটে শতরান নেই রোহিত শর্মার। ধারাবাহিকভাবে বড় রানও পাচ্ছেন না ঙারত অধিনায়ক।
advertisement
2/6
অপরদিকে, ব্যাট হাতে ছন্দে পাওয়া যায় অধিনায়ক রোহিত শর্মাকেও। প্রথম থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন তিনি। ৬৭ বলে ৮৩ রানের ইনিস খেলে দিলশান মদুশঙ্কার বলে আউট হন রোহিত শর্মা। ৯টি চার ও ৩টি ছয়ে সাজানো হিটম্যানের ইনিংস।
advertisement
3/6
rohit sharma out catch dropped ind vs ban
advertisement
4/6
তবে ব্যাটে বড় রান না এলেও রেকর্ড বুকে কিন্তু এদিন নাম তুলে ফেললেন ভারত অধিনায়ক। ভারতের মাটিতে একদিনের ক্রিকেটে ছয় মারার রেকর্ড গড়লেন হিটম্যান।
advertisement
5/6
পাকিস্তান দলের বিরুদ্ধে খেলা আজকের মোকাবিলায় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) -র খেলা নিশ্চিত৷ শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল এখনও অবধি দমদার পারফরম্যান্স করেছে৷ রোহিত শর্মা টিম ইন্ডিয়ার হয়ে টি টোয়েন্টি ফর্ম্যাটে ১৩২ ম্যাচ খেলে ১২৪ ইনিংসে ৩২.৩ গড়ে ৩৪৮৭ রান করেছে৷ তাঁর ইনিংস থেকে চারটি শতরান এবং ২৭ টি অর্ধশতরান করেন৷ বর্তমানের টি টোয়েন্টিতে সর্বাধিক রান সংগ্রহকারী তিনি দ্বিতীয় ক্রিকেটার৷ (AFP)
advertisement
6/6
নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে রোহিতের ঝুলিতেও ১২৩টি ছয়। এদিন ৩৪ রানের ইনিংসে ২টি ছয় মারেন হিটম্যান। ধোনিকে পেছনে ফেলে ভারতের মাটিতে ওডিআইতে সর্বোচ্চ ছয়ের মালিক এখন রোহিত শর্মা।