TRENDING:

India vs England: সেমিফাইনালে উঠেই বড় ঘোষণা করে দিলেন রোহিত শর্মা, কী জানালেন ভারত অধিনায়ক

Last Updated:
India vs England T20 World Cup 2024 Semifinal: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে ভারতের ব্যাটিংকে কার্যত একার হাতে টানেন অধিনায়ক রোহিত শর্মা। সেমিফাইনালে উঠে এবার বড় ঘোষণা হিটম্যানের।
advertisement
1/6
সেমিফাইনালে উঠেই বড় ঘোষণা করে দিলেন রোহিত শর্মা, কী জানালেন ভারত অধিনায়ক
সুপার এইটের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে গ্রুপ টপ করে সেমিফাইনাল পৌছেছে টিম ইন্ডিয়া। ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করে অস্ট্রেলিয়াকে ২৪ রানে হারায় ভারত। একইসঙ্গে একদিনের বিশ্বকাপ জয়ের বদলাও পূরণ করে মেন ইন ব্লু।
advertisement
2/6
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে ভারতের ব্যাটিংকে কার্যত একার হাতে টানেন অধিনায়ক রোহিত শর্মা। বিধ্বংসী ব্যাটিং করে অস্ট্রেলিয়ার বোলারদের নিয়ে রীতিমত ছেলেখেলা করেন হিটম্যান। ৪১ বলে ৯২ রান করেন রোহিত। ৮টি ছয় ও ৭টি চারে সাজানো তাঁর ইনিংস। (Photo Courtesy- AP)
advertisement
3/6
টি-২০ বিশ্বকাপের ইতিহাসে স্মরণীয় ইনিংস খেললেও অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় রোহিত শর্মার। অনেকেই বলেন বেশি আক্রমণাত্মক খেলতে গিয়ে শতরান হাতছাড়া করেছেন রোহিত। তবে ম্যাচ শেষে বড় ঘোষণা করে দেন রোহিত শর্মা। (Photo Courtesy- AP)
advertisement
4/6
রোহিত শর্মা সাফ জানিয়ে দেন সেঞ্চুরি নয়, তাঁর কাছে গুরুত্বপূর্ণ আক্রমণাত্মক ব্যাটিং করে প্রতিপক্ষ বোলারকে চাপে রাখা। আর তিনি এমনভাবেই ব্যাটিং করবেন, কোনও রকম বদল আনবেন না বলেও জানিয়ে দিয়েছেন ভারত অধিনায়ক। (Photo Courtesy- AP)
advertisement
5/6
রোহিত শর্মা বলেছেন,"শতরান না হওয়ায় আমার কোনও আফসোস নেই। আমি আগেই বলেছি, ৫০ বা ১০০ রান আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমাদের কাজ বোলারদের চাপে রাখা। তার জন্য আক্রমণাত্মক ক্রিকেট জরুরি। এটাই আমাদের খেলার ধরন। এটা আমরা বদলাব না।" (Photo Courtesy- AP)
advertisement
6/6
একইসঙ্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ শেষে রোহিত শর্মা জানিয়ে দিয়েছেন, কোনও প্রতিপক্ষ না দেখে এমনই ভয়ডরহীন ক্রিকেট খেলবে দল। আর এমন ক্রিকেট খেলেই সাফল্য াসবে বলে মনে করেন হিটম্যান। (Photo Courtesy- AP)
বাংলা খবর/ছবি/খেলা/
India vs England: সেমিফাইনালে উঠেই বড় ঘোষণা করে দিলেন রোহিত শর্মা, কী জানালেন ভারত অধিনায়ক
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল