TRENDING:

সেমিফাইনালের আগে টিম ইন্ডিয়ার একগুচ্ছ সমস্যা, দ্রুত সমাধান না করতে পারলেই বিপদ

Last Updated:
বৃহস্পতিবার টি-২০ বিশ্বকাপের মেগা সেমি ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। বড় ম্যাচে নামার আগে একাধিক বিষয় রয়েছে যেগুলি চিন্তায় রেখেছে টিম ম্যানেজমেন্টকে।
advertisement
1/8
সেমিফাইনালের আগে টিম ইন্ডিয়ার একগুচ্ছ সমস্যা, দ্রুত সমাধান না করতে পারলেই বিপদ
ওপেনিং জুটি বড রান করতে না পারা এই টি-২০ বিশ্বকাপে সবথেকে বড় সমস্যা ভারতীয় দলের কছে। এখনও পর্যন্ত একটিও ম্যাচে রোহিত-রাহুল জুটি ভারতকে দুরন্ত শুরু দিতে পারেনি।
advertisement
2/8
প্রথম ৬ ওভারের পাওয়ার প্লের সুবিধা নিতে না এখনও পর্যন্ত বড় সমস্যা টিম ইন্ডিয়ার। প্রতিপক্ষ ইংল্যান্ড কিন্তু ৬ ওভারে বিধ্বংসী ব্যাটিং করছে। সেখানে ভারত অনেকটাই ধীর গতিতে রান তুলছে।
advertisement
3/8
অধিনায়ক রোহিত শর্মার অফ ফর্ম সেমির আগে অন্যতম বড় সমস্যা ভারতীয় দলের কাছে। নেদারল্যান্ডস ছাড়া কোনও ম্যাচে রান পাননি রোহিত। বড় ম্যাচে তার ব্যাট থেকে রান আসে কিনা সেটাই দেখার।
advertisement
4/8
রোহিত শর্মা ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালের আগে নেটে ব্যাটিং অনুশীলন করার সময়ে চোট পেয়েছেন। কব্জিতে চোট লেগেছে তার৷ চোট নিয়ে এখনও কোনও আপডেট পাওয়া যায়নি।
advertisement
5/8
পাকিস্তানের বিরুদ্ধে ৪০ রানের ইনিংস ছাড়া হার্দিক পান্ডিয়াও ব্যাট হাতে এখনও খুব একটা সফল নয় এই বিশ্বকাপে। বল হাতে ভালো পারফর্ম করলেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার্দিক ঝড় দেখতে চান ক্রিকেট প্রেমিরা।
advertisement
6/8
উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসেবে কাকে খেলানো হবে তা নিয়ে একটা ভাবনা রয়েছে। কারণ দীনেশ কার্তিক খুব একটা সফল নন, ঋষভ পন্থ একটি ম্যাচে সুযোগ পেলেও ব্যর্থ হয়েছেন। শেষ পর্যন্ত মেগা সেমি ফাইনালে কে খেলে সেটাই দেখার।
advertisement
7/8
ভারতীয় স্পিন বিভাগ দলের অন্যতম বড় শক্তি। বড় দলের বিরুদ্ধে এখনও তেমন একটা সফল নয় অশ্বন ও অক্ষর জুটি। বিশেষ করে অক্ষর প্যাটেল ব্যাটে-বলে কোনও আহামরি পারফরম্যান্স করতে পারেননি।
advertisement
8/8
অ্যাডিলেডের কন্ডিশন একটা বড় চ্যালেঞ্জ হতে পারে ভারতের কাছে। যা ইতিমধ্যেই রোহিত শর্মা বলেছেন। এখানরকার উইকেট একটু মন্থর। মাঠের দুপাশ ছোট, লম্বায় বড়ো। পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নিতে হবে টিম ইন্ডিয়াকে।
বাংলা খবর/ছবি/খেলা/
সেমিফাইনালের আগে টিম ইন্ডিয়ার একগুচ্ছ সমস্যা, দ্রুত সমাধান না করতে পারলেই বিপদ
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল