ইংল্যান্ডের এই ৫ ক্রিকেটার থেকে সাবধান, ভারতের স্বপ্ন ভেঙে খানখান করে দিতে পারে
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
বৃহস্পতিবার টি-২০ বিশ্বকাপের মেগা সেমিফাইনাল। ইংল্যান্ডের বিরুদ্ধে নামতে চলেছে টিম ইন্ডিয়া। ম্যাচে জিতে ফাইনালে উঠতে বদ্ধপরিকর রোহিত শর্মা ও জস বাটলারের দল। মেগা ম্যাচের আগে দেখে নিন ইংল্যান্ডের কোন ৫ ক্রিকেটার সমস্যা তৈরি করতে পারে ভারতের জন্য।
advertisement
1/5

জস বাটলার- বর্তমানে টি-২০ ক্রিকেটে বিশ্বের অন্যতম বিধ্বংসী ওপেনার ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। আইপিএল ২০২২-এ প্রমাণ করেছেন প্রতিপক্ষের বোলিং অ্যাটাককে একাই ধ্বংস করে দিতে পারেন তিনি। ব্যাট হাতে ছন্দেও রয়েছেন তিনি। ভারতীয় বোলাররা বাটলারকে দ্রুত সাজঘরে ফেরাতে না পারলে কিন্তু বিপদ অপেক্ষা করছে।
advertisement
2/5
লিয়াম লিভিংস্টোন- ইংল্যান্ড দলের মিডিল অর্ডারের অন্যতম বড় স্তম্ভ লিয়াম লিভিংস্টোন। দ্রুত উইকেট পড়লে যেমন ইনিংস গড়তে সক্ষম, ঠিক তেমনই মারকাটারি শট খেলতেও তিনি সিদ্ধ হস্তক। লিভিংস্টোনের মত ক্রিকেটার যত সময় ক্রিজে থাকবে ততক্ষণ ভারতের সমস্যা বাড়বে।
advertisement
3/5
বেন স্টোকস- বর্তমানে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার। ব্যাটে-বলে দলকে জয় এনে দিতে সক্ষম। লাল বলের ক্রিকেটে দেশের অধিনায়কও। টি-২০ ক্রিকেটেও ততটাই ভয়ঙ্কর স্টোকস। ফলে স্টোকসকে রুখতে আলাদা পরিকল্পনা করতেই হবে রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়দের।
advertisement
4/5
স্যাম কুরান- প্রধানত ইংল্যান্ড দলের পেস ্অ্যাটাকের বড় ভরসা স্যাম কুরান। নতুন বলে ও ডেথ ওভারে দুরন্ত বল করে থাকেন। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও ঝোড়ো ইনিংস খেলে থাকেন ব্রিটিশ তারকা।
advertisement
5/5
ক্রিস ওকস- মার্ক উড চোটের কারণে না খেলতে পারলে ক্রিস ওকসের উপর দায়িত্ব বাড়বে দলের পেস অ্যাটাককে নেতৃত্ব দেওয়ার জন্য। নতুন বলে ভিতরে ও বাইরে দুই দিকেই সুইং করাতে পারেন ওকস। উচ্চতা বেশি হওয়ার বলে অতিরিক্ত বাউন্সও পান। বোলিং ছাড়া ব্যাটিংয়েও দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।