India vs England: ভারত-ইংল্যান্ড সেমিফাইনালের নিয়মে বড় বদল! ম্যাচের আগে জেনে নিন আপনিও
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs England Semifinal T20 World Cup 2024: বৃষ্টির পূর্বাভাস নিয়ে চিন্তার মধ্যেই ভারত বনাম ইংল্যান্ড টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের প্রতীক্ষায় ক্রিকেট বিশ্ব। এই ম্যাচের জন্য রয়েছে নতুন নিয়ম।
advertisement
1/6

বৃষ্টির পূর্বাভাস নিয়ে চিন্তার মধ্যেই ভারত বনাম ইংল্যান্ড টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের প্রতীক্ষায় ক্রিকেট বিশ্ব। ২৭ জুন রাত ৮টা থেকে গায়ানায় হবে রোহিত শর্মা ও জস বাটলারের দলের মেগা ম্যাচ।
advertisement
2/6
গায়ানায় বৃহস্পতিবার দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা ৬৬ শতাংশ থেকে ৮৮ শতাংশ। ম্য়াচ ভেস্তে যাওয়ার সম্ভাবনাও একেবারে এড়িয়ে যাওয়া যাচ্ছে না।
advertisement
3/6
এই ম্যাচে রিজার্ভ ডে না থাকায় ও বৃষ্টির সম্ভাবনা থাকায় ম্যাচ শেষ করার অতিরিক্ত সময় বাড়ান হয়েছে। অতিরিক্ত ২৫০ মিনিট সময় দেওয়া হয়েছে। সাধারণত, রাত ৮টায় টি-টোয়েন্টি ম্যাচ শুরু হলে তা শেষ করার সময় রাত ১১টা ৪০ মিনিট। সে ক্ষেত্রে এই ম্যাচ রাত ৩টে ৫০ মিনিটের মধ্যে শেষ করতে হবে।
advertisement
4/6
আর গ্রুপ পর্ব ও সুপার এইটে ম্যাচের ফল নির্ধারনের জন্য কম করে ৫ ওভার করে ম্যাচ খেলার নিয়ম ছিল। সেমিফাইনালের ক্ষেত্রে সেই নিয়মেও বদল করা হয়েছে। কম করে ১০ ওভার করে ম্যাচ হতে হবে ফলাফলের জন্য
advertisement
5/6
বৃষ্টিতে যদি ভারত-ইংল্যান্ড দ্বিতীয় সেমি ফাইনাল ভেস্তে যায় তাহলে সুবিধা পাবে ভারত। আইসিসি টি-২০ বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, বৃষ্টির কারণে সেমিফাইনালের ম্যাচ বাতিল হলে সুপার-এইটের ফল থেকে ফাইনালিস্ট দল নির্বাচন করা হবে। এমনটা হলে সুপার এইটে যে দল বেশি ম্যাচ জিতবে তারাই ফাইনালে জায়গা পাবে।
advertisement
6/6
সুপার এইটে ভারত তিনটি ম্যাচই জিতেছে, অন্যদিকে ইংল্যান্ডের দল মাত্র দুটি ম্যাচ জিততে পেরেছে। গ্রুপ টপার হিসেবে সেমিতে এসেছে ভারত। ফলে বৃষ্টির কারণে ম্যাচ না হলে ভারতীয় দল সরাসরি পৌছে যাবে ফাইনালে।