India vs England: সেমিফাইনালের আগে সুখবর! শীঘ্রই শক্তি আরও বাড়তে চলেছে টিম ইন্ডিয়ার, জানুন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs England T20 World Cup 2024 Semifinal: টি-২০ বিশ্বকাপে অপরাজিত থেকে সেমিফাইনালে পৌছে গিয়েছে টিম ইন্ডিয়া। আরও একবার দীর্ঘ ১৩ বছরের আইসিসি ট্রফি খরা কাটানোর খুব কাছে ভারতীয় দল। তার আগে স্বস্তির খবর পেল টিম ইন্ডিয়া।
advertisement
1/6

টি-২০ বিশ্বকাপে অপরাজিত থেকে সেমিফাইনালে পৌছে গিয়েছে টিম ইন্ডিয়া। আরও একবার দীর্ঘ ১৩ বছরের আইসিসি ট্রফি খরা কাটানোর খুব কাছে ভারতীয় দল। তার আগে স্বস্তির খবর পেল টিম ইন্ডিয়া।
advertisement
2/6
খুব শীঘ্রই ভারতীয় দলের শক্তি আরও বাড়তে চলেছে। টিম ইন্ডিয়ার পেস অ্যাটাক আরও শক্তিশালী হতে চলেছে। দলে কামব্যাক করতে চলেছেন চোটের কারণে প্রায় সাত মাস ধরে মাঠের বাইরে থাকা তারকা পেসার মহম্মদ শামি।
advertisement
3/6
গোড়ালির চোট নিয়েই গত বছর ওডিআই বিশ্বকাপ খেলেছিলেন শামি। ১৯ নভেম্বর ফাইনালের পর থেকে রয়েছেন মাঠের বাইরে। চলতি বছরের শুরুতে লন্ডনে গিয়ে অস্ত্রোপচার করান তিনি। এবার ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন শামি।
advertisement
4/6
মহম্মদ শামির ছোট বেলার কোচ বদরুদ্দিন জানিয়েছে News18-কে দেওয়া সাক্ষাতকারে জানিয়েছেন,"শামি বোলিং শুরু করেছে। তবে পুরো রান আপ বা পুরো কাত হয়ে ও বল করছে না। কিন্তু নেটে কোনও রকম অস্বস্তি ছাড়াই বল করছে ও। এটি একটি ভালো লক্ষণ।"
advertisement
5/6
তবে বিসিসিআই সূত্রে খবর, এনএসিএ-তে ধীরে ধীরে রিহ্যাব প্রক্রিয়ার মধ্য দিয়ে মহম্মদ শামিকে সুস্থ করে তোলা হবে। দ্রুত মাঠে ফেরানোর কোনও ঝুঁকি নেওয়া হবে না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফি থেকে দলে ফিরতে পারেন শামি।
advertisement
6/6
প্রসঙ্গত, উল্লেখ্য, গত বিশ্বকাপে আগুনে ফর্মে ছিলেন শামি। ২৪টি উইকেট নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তিনি। টি-২০ বিশ্বকাপে খেলারও আশা ছিল তাঁর। কিন্তু চোটের কারণে তা হয়নি। এবার পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফেরার জন্য মুখিয়ে রয়েছেন তারকা পেসার।