আসন্ন সিরিজ ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা! বাদ গেলেন মহাতারকা, একাধিক চমক!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ICC Champions Trophy 2025: ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫। ৮ বছর পর ফের একবার শুরু হচ্ছে এই আইসিসি ইভেন্ট। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ও একদিনের সিরিজ খেলবে ভারত।
advertisement
1/7

১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫। ৮ বছর পর ফের একবার শুরু হচ্ছে এই আইসিসি ইভেন্ট। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ও একদিনের সিরিজ খেলবে ভারত।
advertisement
2/7
ভারতের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজকেই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবে দেখছে ইংল্যান্ড দল। আরও একটি আইসিসি ইভেন্ট জিততে মরিয়া ব্রিটিশ লায়ন্সরা। তাই একসঙ্গে দুই সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে ইসিবি।
advertisement
3/7
ভারতের বিরুদ্ধে সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে খুব একটা পরিবর্তন করেনি ইংল্যান্ড। অভিজ্ঞতা ও তারুণ্যের দুর্দান্ত ভারসাম্য বজায় রাখা হয়েছে দলে। টি-২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক জস বাটলারকেই দেওয়া হয়েছে অধিনায়কত্বের দায়িত্ব। সুযোগ পাননি দলের বেন স্টোকস।
advertisement
4/7
এক নজরে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের এক দিনের দল— জস বাটলার (অধিনায়ক/উইকেটরক্ষক), জোফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, জেকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেইমি স্মিথ (উইকেটরক্ষক), লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, সাকিব মাহমুদ, ফিল সল্ট (উইকেটরক্ষক) ও মার্ক উড।
advertisement
5/7
এক নজরে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের টি-টোয়েন্টি দল— জস বাটলার (অধিনায়ক/উইকেটরক্ষক), রেহান আহমেদ, জোফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, জেকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেইমি ওভারটন , জেইমি স্মিথ (উইকেটরক্ষক), লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, সাকিব মাহমুদ, ফিল সল্ট (উইকেটরক্ষক) ও মার্ক উড।
advertisement
6/7
এক নজরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের সম্পূর্ণ দল: জস বাটলার (অধিনায়ক/উইকেটরক্ষক), বেন ডাকেট, জো রুট, হ্যারি ব্রুক, জেকব বেথেল, ফিল সল্ট (উইকেটরক্ষক), জেইমি স্মিথ (উইকেটরক্ষক), লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, ব্রাইডন কার্স, শাকিব মাহমুদ, জেইমি ওভারটন, গাস অ্যাটকিনসন, জোফ্রা আর্চার, মার্ক উড।
advertisement
7/7
আইসিসির নিয়ম অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ গ্রহণকারী ৮টি দলকে ১২ জানুয়ারির মধ্যে দল ঘোষণা করতে হবে। ইংল্যান্ড সবার প্রথম দল ঘোষণা করেছে। ভারত ১১ জানুয়ারি দল ঘোষণা করতে পারে বলে মনে করা হচ্ছে।