Yashasvi Jaiswal: রেকর্ড বুকে যশস্বী জয়সওয়াল, ভাঙলেন গাভাসকর-কোহলিদের নজির
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Yashasvi Jaiswal: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে স্বপ্নের ফর্মে রয়েছেন যশস্বী জয়সওয়াল। ধরমশালাতে প্রথম ইনিংসে অর্ধশতরা করলেন তরুণ বাঁ হাতি ব্যাটার। একই সঙ্গে গড়লেন দুটি অনন্য রেকর্ড।
advertisement
1/5

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে স্বপ্নের ফর্মে রয়েছেন যশস্বী জয়সওয়াল। ধরমশালাতে প্রথম ইনিংসে অর্ধশতরা করলেন তরুণ বাঁ হাতি ব্যাটার। একই সঙ্গে গড়লেন দুটি অনন্য রেকর্ড।
advertisement
2/5
প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২১৮ রান তাড়া করতে নেমে ৫৭ বলে ৫৮ রানের ঝকঝকে ইনিংস খেলেন যশস্বী জয়সওয়াল। ৫টি চার ও ৩টি ছয় মারেন তিনি। তাড়াহুড়ো করে আউট না হলে শতরান নিশ্চিত ছিল।
advertisement
3/5
তবে এদিন ভারতীয় ক্রিকেটারদের মধ্য দ্রুততম হাজার রান করার রেকর্ড নিজের নামে করলেন যশস্বী জয়সওয়াল। ২৯ রানে পৌছতেই ৯ ম্যাচে হাজার রান পূরণ করেন যশস্বী জয়সওয়াল।
advertisement
4/5
এদিন ৫৭ রান করে আউট হওয়া পর্যন্ত ১০২৮ রান করলেন যশস্বী জয়সওয়াল। তরুণ ব্যাটার সময় নিয়েথে ১৬টি ইনিংস। অন্যদিকে গাভাসকর ও পূজারা ১১টি টেস্ট খেলে ১০০০ রান পূর্ণ করেছিলেন।
advertisement
5/5
একইসঙ্গে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বাধিক রান করার রেকর্ডও নিজের নামে করলেন যশস্বী জয়সওয়াল। ২০১৬-১৭ সালে বিরাট কোহলি ৬৫৫ রান করেছিলেন কোহলি।