TRENDING:

শেষ দিনের এই লড়াই বুঝিয়ে দিল, আমাদের দলের ছেলেদের চারিত্রিক দৃঢ়তা কেমন: কোহলি

Last Updated:
advertisement
1/5
শেষ দিনের এই লড়াই বুঝিয়ে দিল, আমাদের দলের ছেলেদের চারিত্রিক দৃঢ়তা কেমন: কোহলি
চতুর্থ ইনিংসে চারশো রানের উপর টার্গেট তাড়া করে ভারত টেস্ট জিতেছিল একবারই ৷ পোর্ট অফ স্পেনের সেই টেস্ট এখন ইতিহাসের পাতায় ৷ তারপর থেকে বিশাল রান তাড়া করে টেস্ট জয়ের নজির খুব কমই আছে টিম ইন্ডিয়ার ৷ এব্যাপারে কোহলি বাহিনীর রেকর্ডও খুব খারাপ ৷ তবে মঙ্গলবার ওভালে টেস্টের পাশাপাশি সিরিজ ১-৪-এ হারলেও কোহলি অ্যান্ড কোম্পানি বুঝিয়ে দিল যে এই দল শেষপর্যন্ত লড়াই করতে জানে ৷ সিরিজ হারার পরেও তাই অতটা মনমরা এদিন দেখায়নি কাপ্তান কোহলিকে ৷ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘ফলাফলে তো সব বোঝা যায় না। তবে শেষ দিনের এই লড়াই বুঝিয়ে দিল, আমাদের দলের ছেলেদের চারিত্রিক দৃঢ়তা কেমন।’’ Photo Courtesy: BCCI/Twitter Handle
advertisement
2/5
৪৬৪ রানের টার্গেট তাড়া করে নেমে মাত্র ২ রানেই ৩ উইকেট পড়ে যায় ভারতের ৷ পুজারা আউট হওয়ার পর ম্যাচ বাঁচানোর আশা আরওই ক্ষীণ হয়ে যায় ৷ কিন্তু গোটা সিরিজে যেটা পারেননি, সেটাই শেষ টেস্টের শেষ দিনে করে দেখালেন লোকেশ রাহুল ৷ লড়াইয়ে পাশে পেয়ে গিয়েছিলেন নবাগত ঋষভ পন্থকেও ৷ ওভালে শেষদিনে রাহুল-পন্থের জোড়া সেঞ্চুরিতে একসময় ম্যাচ জেতারও একটা সম্ভাবনা তৈরি হয় ৷ যদিও শেষ পর্যন্ত সেই ‘মিরাকল’ ঘটেনি ৷ তবে এই দুই ব্যাটসম্যানের মরিয়া লড়াই এদিন মুগ্ধ করেছে ক্যাপ্টেন কোহলিকে ৷ Photo Courtesy: ICC/Twitter Handle
advertisement
3/5
তিনি বলেন, ‘‘মাঠে নেমে যত পারো ব্যাট করে যাও, এটাই ছিল আমাদের মূল ভাবনা। আমাদের দলে চারিত্রিক দৃঢ়তা আছে। আরও অভিজ্ঞতার প্রয়োজন। ইংল্যান্ড পেশাদার দল। আর খেলাগুলো ঘুরেছে দু-তিন ওভারের মধ্যে। এটা আমাদের বোঝা দরকার।’’ ঋষভেরও প্রশংসা করে বিরাট বলেন, ‘‘ও মানসিক ভাবে খুবই শক্তিশালী। সবসময় পজিটিভ থাকে ৷ সেটা ও আজ প্রমাণ করে দিল।’’
advertisement
4/5
Photo Courtesy: ICC/Twitter Handle
advertisement
5/5
Photo Courtesy: ICC/Twitter Handle
বাংলা খবর/ছবি/খেলা/
শেষ দিনের এই লড়াই বুঝিয়ে দিল, আমাদের দলের ছেলেদের চারিত্রিক দৃঢ়তা কেমন: কোহলি
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল