IND vs ENG 1st T20: প্রথম ম্যাচেই চমকে দেওয়া চমক! ইডেনে ভারতের একাদশে কারা পাচ্ছে সুযোগ! চ্যালেঞ্জ জানাতে তৈরি ইংল্যান্ড
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs England 1st T20: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঘরের মাঠে ইংল্যান্ডে বিরুদ্ধে টি-২০ ও একদিনের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। ২২ জানুয়ারি থেকে শুরু হবে ৫ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ।
advertisement
1/7

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঘরের মাঠে ইংল্যান্ডে বিরুদ্ধে টি-২০ ও একদিনের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। ২২ জানুয়ারি থেকে শুরু হবে ৫ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ। কলকাতার আইকনিক ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড।
advertisement
2/7
এই ম্যাচ ভারতীয় তারকে পেসার মহম্মদ শামির কামব্যাক ম্যাচ হতে চলেছে। চোট সারিয়ে দীর্ঘ ১৪ মাস পর ফের একবার জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামবেন শামি। নিজের ঘরের মাঠে প্রত্যাবর্তনের জন্য মুখিয়ে রয়েছে স্পিড স্টার।
advertisement
3/7
সূর্যকুমার যাদবের ভারতীয় স্কোয়াডে একঝাক তরুণ প্লেয়ার রয়েছে। তরুণ দল নিয়ে বিগত কয়েকটি সিরিজে ভাল ফল করেছে স্কাই-এর দল। আগামী বছর রয়েছে টি-২০ বিশ্বকাপ। ফলে তার আগে দলে জায়গা পাকা করতে মরিয়া একাধিক প্লেয়ার।
advertisement
4/7
এর পাশাপাশি ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে ফের একবার নিজের জাত চেনাতে মুখিয়ে থাকবেন সঞ্জু স্যামসন। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ না পাওয়া নানা কথা উঠেছে। সেই জবাব নির্বাচকদের মাঠেই দিতে চাইবেন সঞ্জু।
advertisement
5/7
ইডেন গার্ডেন্স তার ব্যাটিং-ফ্রেন্ডলি পিচের জন্য বিখ্যাত, যা উভয় দলকেই সাহায্য করবে। ম্যাচ চলাকালীন শিশির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্তকে সঠিক মনে করা হচ্ছে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
advertisement
6/7
এক ঝলকে দেখে নিন ভারতের সম্ভাব্য স্কোয়াড: ঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, নীতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল (সহ অধিনায়ক), অর্শদীপ সিং, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী।
advertisement
7/7
এক ঝলকে দেখে নিন ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: জস বাটলার (অধিনায়ক), ফিল সল্ট (উইকেটকিপার), হ্যারি ব্রুক, জেমি স্মিথ, জ্যাকব বেটেল, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার, মার্ক উড, রেহান আহমেদ।